‘যা সত‍্যি তা সকলের সামনে আসবে’, সুশান্তের মৃত‍্যুর তদন্ত নিয়ে আশ্বস্ত করল মুম্বই পুলিস

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর পরেই তোলপাড় শুরু হয়েছে নেটদুনিয়ায়। মানুষ বারংবার সরব হয়েছে প্রয়াত অভিনেতার জন‍্য ন‍্যায় বিচারের দাবিতে। ইন্ডাস্ট্রির নেপোটিজম, ‘বুলিং’ এইসব বিষয় চর্চায় উঠে এসেছে। বহু তারকাই মুখ খুলেছেন বিষয়গুলি নিয়ে।
সুশান্তের মৃত‍্যু তদন্তের মোড় ঘুরেই চলেছে ক্রমে। প্রায় প্রতিদিনই সামনে আসছে এক একটি নতুন তথ‍্য যা প্রকাশ করছেন অভিনেতার প্রিয়জনেরা বা সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও। আর তার ভিত্তিতেই বারে বারে পালটাচ্ছে তদন্তের অভিমুখ। সুশান্তের মৃত‍্যুর দু সপ্তাহের মধ‍্যে পুলিসের জেরার সম্মুখীন হয়েছেন ২৭ জন। তাদের মধ‍্যে রিয়া চক্রবর্তী, যশ রাজ ফিল্মসের বর্তমান ও প্রাক্তন আধিকারিকরাও রয়েছেন।

https://www.instagram.com/tv/CB8ubDeng_g/?igshid=1mt8gfpssn7ln

তদন্তে পুলিসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন মুম্বই পুলিসের ডেপুটি কমিশনার অভিষেক ত্রিমুখী। এদিন তিনি বলেন, ‘সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যু তদন্তে এখনও পর্যন্ত ২৭ জনের বয়ান রেকর্ড করেছে বান্দ্রা পুলিস। অভিনেতার ময়না তদন্তের বিস্তারিত রিপোর্ট কুপার হাসপাতাল থেকে পুলিসের কাছে এসেছে যেখানে পাঁচজন চিকিৎসক স্বাক্ষর করেছেন।’

 

তিনি আরও বলেন, ‘ময়না তদন্তের রিপোর্টে বলা আছে গলায় ফাঁস লাগিয়ে ঝোলার কারনে শ্বাসরোধ হয়েই মৃত‍্যু হয়েছে সুশান্তের। আরও কিছু জিনিস আমরা ফরেন্সিকে পরীক্ষার জন‍্য পাঠিয়েছি। সুশান্ত সিং কেন আত্মহত‍্যা করেছেন তা জানতে সবদিক খতিয়ে দেখছে পুলিস। তদন্তে নতুন কিছু জানতে পারলে আপনাদের অবশ‍্যই জানাব। আপনদের অনুরোধ করছি সোশ‍্যাল মিডিয়ায় নানা কথা বলা হচ্ছে, সেসবে মন না দিতে। এই মামলাটি পুলিস খুব পেশাদারিত্বের সঙ্গে তদন্ত করছে। পুলিসের ওপর বিশ্বাস রাখুন। যা সত‍্যি তা সকলের সামনে আসবে।’

সম্পর্কিত খবর

X