বাংলাহান্ট ডেস্ক: এখনও নিরুদ্দেশ রয়েছেন সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) বান্ধবী রিয়া চক্রবর্তী (rhea chakraborty)। অভিনেতার বাবা পাটনায় রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের পরদিনই মালপত্র সমেত পরিবারকে নিয়ে মুম্বইয়ে নিজের অ্যাপার্টমেন্ট ছেড়ে পালান অভিনেত্রী। এর মাঝে রিয়ার একটি ভিডিও বার্তা প্রকাশ্যে এলেও তিনি কোথা থেকে ভিডিওটি করেছেন তা জানতে পারেনি তদন্তকারী বিহার পুলিস (bihar police)।
এমতাবস্থায় মুম্বই পুলিসের (mumbai police) বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করল বিহার পুলিস। মুম্বই পুলিসই রিয়া চক্রবর্তীকে সুরক্ষা দিচ্ছে, এমনটাই অভিযোগ করলেন বিহার পুলিসের তদন্তকারী অফিসার কায়সার আলম। রিয়াকে লুকিয়ে থাকতে সাহায্য করছে মুম্বই পুলিস, তারাই তাঁকে যাবতীয় সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ করেন বিহার পুলিসের তদন্তকারী অফিসার।
এদিন সংবাদ মাধ্যমের সামনে উপস্থিত হন বিহার পুলিসের তদন্তকারী অফিসার কায়সার আলম। কিন্তু নিজের মুম্বইয়ের ঠিকানা সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করেননি তিনি। বিহার পুলিসের বাকি তদন্তকারী টিমকেও আইপিএস অফিসার বিনয় তিওয়ারির মতো কোয়ারেন্টাইন করতে পারে বিএমসি, এই আশঙ্কাতেই নিজের ঠিকানা প্রকাশ করেননি তিনি।
অপরদিকে আইপিএস অফিসার বিনয় তিওয়ারি কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেলেও এখনও বিএমসির নির্দেশে আইসোলেশনে রয়েছেন বলে খবর। প্রসঙ্গত, বিহার সরকার সুশান্ত মামলায় সিবিআই তদন্তের সুপারিশ করার পরেই এফআইআর দায়ের করা হয়েছিল সংস্থার তরফে।নোটিশ পাওয়ার পরেই অবিলম্বে শুরু হয়ে গিয়েছে তদন্ত। অপরদিকে ইডির তরফে শুক্রবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীকে।
সুশান্ত মামলার তদন্ত পাটনা থেকে মুম্বই নিয়ে আসার আর্জির ৫ অগাস্ট শুনানি হয় সুপ্রিম কোর্টে। মুম্বই পুলিসকে তিন দিনের মধ্যে এই বিষয়ে তাদের মতামত দাখিল করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এক সপ্তাহ পরে ফের শুনানির তারিখ ধার্য হয়েছে।