কঙ্গনার সমর্থককে গ্রেফতার করতে কলকাতা অবধি পৌঁছে গেল মুম্বই পুলিশ, সঞ্জয় রাউতকে ফোন করে হুমকির অভিযোগ

Last Updated:

Bangla Hunt Desk: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য থেকে শুরু করে কঙ্গনা রানাউত (Kangana Ranaut) একাধিক বিষয় নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে সংবাদ শিরোনামে রয়েছেন। শিবসেনার সঙ্গেও তাঁর বিরোধ তুঙ্গে। এমনকি তাঁর মুম্বাইয়ের অফিস অবৈধভাবে ভেঙ্গেও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছনে তিনি। সম্প্রতি তাঁর নিরাপত্তার কারণে সরকারী তরফ তেকে ‘y’ ক্যাটাগরির নিরাপত্তাও দেওয়া হয়েছে।

কলকাতায় গ্রেপ্তার কঙ্গনার ভক্ত
এদিকে আবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে (sanjay raut) ফোনে হুমকি দেওয়ার জন্য গ্রেপ্তার হল কলকাতার (kolkata) এক যুবক। ২০ বছর বয়সী পলাশ বসু পেশায় একটি মাল্টিজিমের প্রশিক্ষক। মুম্বই পুলিশের দাবি, পলাশ কঙ্গনা রানাউতের একজন ভক্ত। তিনি শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে ফোনে হুমকি দিয়েছেন। রাষ্ট্রদ্রোহিতার মামলাও দায়ের করা হয়েছে পলাশের নামে।

মুম্বাই পুলিশের অভিযোগ
শুক্রবার ভোরে পলাশকে কলকাতা পুলিশের সহায়তায় টালিগঞ্জের বাড়ি থেকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড। মুম্বাই পুলিশ জানিয়েছে, ‘ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল’ ব্যবহার করে দুবার অভিযুক্ত পলাশ বসু, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের অফিসে এবং সঞ্জয় রাউতের মোবাইলে ফোন করেন। নিজেকে দাউদ ইব্রাহিমের লোক বলে পরিচয় দিয়ে, সঞ্জয় রাউত হুমকি দেয়- কঙ্গনার সঙ্গে বিরোধ না মিটিয়ে নিলে, তাঁকে দেখে নেওয়া হবে।

তোলা হয় আদালতেও
এই অভিযোগের ভিত্তিতে ফোন কল খতিয়ে দেখতে তদন্তে নামে মুম্বাই পুলিশ। এরপরই মুম্বাই পুলিশের একটি দল তদন্তের সূত্র ধরে কলকাতায় এসে, পলাশ বসুকে গ্রেপ্তার করে। শুক্রবার তাঁকে আলিপুর আদালতে তোলা হলে, ট্রানজ়িট রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

আইনজীবীর দাবি
অন্যদিকে পলাশের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জানিয়েছেন, ‘ঠিক কবে কবে পলাশবাবু সাংসদকে ফোন করেছিলেন, তা সঠিভাবে জানায়নি মুম্বই পুলিশ। শুধুমাত্র ফোনে হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। পলাশবাবুকে ফাঁসানো হচ্ছে’।

X