শেষ ছবির শুটিংয়ে কেমন ছিলেন সুশান্ত? এবার ‘দিল বেচারা’র নায়িকা সঞ্জনাকে তলব পুলিসের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর পরেই তোলপাড় শুরু হয়েছে নেটদুনিয়ায়। মানুষ বারংবার সরব হয়েছে প্রয়াত অভিনেতার জন‍্য ন‍্যায় বিচারের দাবিতে। ইন্ডাস্ট্রির নেপোটিজম, ‘বুলিং’ এইসব বিষয় চর্চায় উঠে এসেছে। বহু তারকাই মুখ খুলেছেন বিষয়গুলি নিয়ে।
সুশান্তের মৃত‍্যু তদন্তের মোড় ঘুরেই চলেছে ক্রমে। প্রায় প্রতিদিনই সামনে আসছে এক একটি নতুন তথ‍্য যা প্রকাশ করছেন অভিনেতার প্রিয়জনেরা বা সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও। আর তার ভিত্তিতেই বারে বারে পালটাচ্ছে তদন্তের অভিমুখ। সুশান্তের মৃত‍্যুর দু সপ্তাহর মধ‍্যে পুলিসের জেরার সম্মুখীন হয়েছেন ২৭ জন। তাদের মধ‍্যে রিয়া চক্রবর্তী, যশ রাজ ফিল্মসের বর্তমান ও প্রাক্তন আধিকারিকরাও রয়েছেন।

এবার জানা গিয়েছে, সুশান্তের শেষ ছবি দিল বেচারার অভিনেত্রী সঞ্জনা সাঙ্ঘিকেও (sanjana sanghi) জেরার জন‍্য তলব করেছে মুম্বই পুলিস। আগামীকাল অর্থাৎ সোমবার সঞ্জনাকে পুলিসি জেরার মুখোমুখি হতে হবে বলে জানা যাচ্ছে। শেষ ছবির শুটিংয়ের সময় অভিনেতার মানসিক অবস্থা কেমন ছিল তা জানার জন‍্যই এই জেরা।
সুশান্তের অভিনীত শেষ ছবি দিল বেচারার নায়িকা নবাগতা সঞ্জনা সাঙ্ঘি। শুটিং সেটে দীর্ঘ সময় কাছ থেকে দেখেছেন তিনি অভিনেতাকে। অনেকেই দাবি করেছেন শেষের দিকে মানসিক অবস্থার অবনতি হয়েছিল সুশান্তের। শুটিং সেটেও কি কোনও অসংলগ্নতা দেখা গিয়েছিল তাঁর মধ‍্যে? চুপচাপ থাকতেন নাকি বেশি কথা বলতেন? বললেও কোন বিষয় বেশি উঠে আসত তাঁর কথায়? সঞ্জনা কি কি লক্ষ‍্য করেছেন, এসবই জিজ্ঞাসা করা হবে জেরায়। জানা গিয়েছে এমনটাই।


প্রসঙ্গত, গত ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল দিল বেচারারা। কিন্তু লকডাউনের জন‍্য বড়পর্দায় মুক্তি আটকে যায়। অবশেষে আগামী ২৪ জুলাই অনলাইন প্ল‍্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই ছবি। কিন্তু দুঃখের বিষয়, সুশান্ত নিজেই অনুপস্থিত তাঁর শেষ ছবির প্রিমিয়ারে।

সম্পর্কিত খবর

X