বাংলা হান্ট ডেস্কঃ আনুষ্ঠানিকভাবে ১ ডিসেম্বর থেকে G20 এর সভাপতিত্ব (Presidency) গ্রহণ করেছে ভারত ( India)। এরই দ্বিতীয় পর্যায়ে ডিসেম্বর মাসে চলতি সপ্তাহে তিন দিনের শীর্ষ সম্মেলনের জন্য G20 দেশগুলির প্রতিনিধিরা পা রেখেছেন ভারতের মাটিতে, ইতিমধ্যেই মুম্বাই পৌঁছেছেন তারা।
একদিকে G20 সম্মেলনের জন্য বহু তোড়জোড় করে দারুণ প্রস্তুতি নিয়েছে ভারত। একই সঙ্গে প্রকাশ্যে এসেছে এক অবাক করা দৃশ্য। যা দেখে রীতিমতো হতবাক সক্কলে। বর্হিদেশ থেকে এসেছেন অতিথি, আর তাতেই সাফ সাফাইয়ের বহর সরকারের। এমনকি G20 সম্মেলনের আগে প্রশাসন ও সরকার দ্বারা শহরের কিছু বস্তি এলাকাকে চাদর দিয়ে ঢেকে দিয়েছে বলেও জানা গিয়েছে। ঠিক এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয়, এসব এলাকা এমনভাবে ঢেকে রাখা হয়েছে যে রাস্তায় বের হওয়ার যাতে কারও নজরে না পরে। অর্থাৎ চরম বাস্তব আড়ালের প্রচেষ্টায় রত দেশ। ‘এমন পরিচ্ছন্নতা আমরা আগে কখনো দেখিনি’ সরকারের এই সাফ সাফাই অভিযান প্রসঙ্গে এমন কথাও শোনা গেলো মুম্বাইবাসীর মুখে।
ঠিক কী বলছেন তারা? মুম্বাইবাসীর বক্তব্য “আমরা বিগত ৫০ বছরে এমন পরিচ্ছন্নতা অভিযান কখনও দেখিনি,”। কেউবা আবার বলছেন, “এটা সাময়িক বাস্তবতা আড়াল করার” চেষ্টা মাত্র। মুম্বাইয়ের এক বাসিন্দার কথায়, “কিছু লোক রাতে এসে পাড়া পরিষ্কার করছিল, তারা কিছু জায়গায় পর্দা লাগিয়ে দিয়ে গেছে। তাদের প্রশ্ন করা হলে বলেন “কিছু বিশেষ অতিথি আসছেন।” সেইজন্য এই সাফ সাফাই। তবে যারা পরিষ্কার করতে আসেন তারা শুধু রাস্তার আশপাশের জায়গাগুলো পরিষ্কার করেন বলেও জানান কিছু মানুষ।
প্রসঙ্গত, এদিন গেটওয়ে অফ ইন্ডিয়াতে মহারাষ্ট্রের লোকনৃত্য ও সঙ্গীতের ঐতিহ্য প্রদর্শন করে সাংস্কৃতিক অনুষ্ঠানও উপস্থাপন করা হয় বিশেষ অতিথিদের জন্য। সাথেই জি২০ -এর কিছু প্রতিনিধিকে দেখা গেল বাদ্য বাজিয়ে মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে উপভোগ করতে। পাশাপাশি এদিন G20 প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের গভর্নর ভগত সিং কোশিয়ারি, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং ভারতের জি-২০ শেরপা অমিতাভ কান্ত।