বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার চেন্নাইয়ের চিপকে ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে তরুণ ক্রিকেটারদের নিয়ে তৈরি দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচেই ঘটেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ রেকর্ড। আসুন সেই সমস্ত রেকর্ড গুলি নিয়ে আলোচনা করা যাক:-
1) গতকাল ম্যাচে রোহিত শর্মাকে আউট করে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশিবার রোহিত শর্মাকে আউট করা বোলার হলেন অমিত মিশ্রা।
এই নিয়ে রোহিত শর্মাকে সাত বার আউট করলেন অমিত মিশ্রা। এছাড়া রোহিত শর্মাকে ছ-বার আউট করেছেন সুনীল নারিন এবং ছ-বার আউট করেছেন বিনয় কুমার।
2) মুম্বাই ইন্ডিয়ান্সয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের চিপকে ক্রিকেট স্টেডিয়ামে এটি দিল্লির প্রথম জয়।
3) আইপিএলে একটি দলের বিরুদ্ধে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার তালিকায় ঢুকে পড়ল হার্দিক পান্ডিয়া নাম। গতকাল ম্যাচে হার্দিক পান্ডিয়া শূন্য রানে আউট হয়েছে।
রোহিত শর্মা বনাম আরসিবি 4 বার
কেদার যাদব বনাম পাঞ্জাব 4 বার
দীনেশ কার্তিক বনাম হায়দ্রাবাদ 4 বার
এবি ডি ভিলিয়ার্স বনাম সিএসকে 4 বার
হার্দিক পান্ডিয়া বনাম দিল্লি 4 বার
4) ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে বেশি আইপিএলে উইকেট পাওয়া বোলারদের তালিকায় শীর্ষস্থানে উঠে গেলেন অমিত মিশ্রা।
অমিত মিশ্রা 162
পীযূষ চাওলা 156
হরভজন সিং 150
রবীচন্দ্রন অশ্বিন 139
5) গতকাল ম্যাচের চার ওভার বল করে মাত্র 24 রান দিয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন অমিত মিশ্রা। এটি তারা আইপিএল ক্যারিয়ারের চতুর্থবার চার উইকেট হল।