প্রথমবার মেয়ে মুমতাজের সঙ্গে ছোটপর্দায় পি সি সরকার জুনিয়র, সিরিয়ালেও জমবে ম‍্যাজিকের খেলা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রখ‍্যাত জাদুকর পি সি সরকার জুনিয়রকে (p c sorcar junior) কে না চেনেন। শুধু মাত্র এ দেশে নয়, সারা বিশ্বে জনপ্রিয় তাঁর ম‍্যাজিক (magic)। দেশ বিদেশ ঘুরে ঘুরে ম‍্যাজিক শো করেন তিনি। তবে তাঁর তিন মেয়ের মধ‍্যে বড় মেয়ে বাবার পথ অনুসরণ করলেও বাকি দুই মেয়ে কিন্তু ঝুঁকেছেন অভিনয়ের দিকে।

মুমতাজ (mumtaz) ও মৌবনী, দুজনেই যথেষ্ট পরিচিত ও জনপ্রিয় মুখ অভিনয় ইন্ডাস্ট্রিতে। ইতিমধ‍্যেই বড়পর্দায় বেশ প্রতিষ্ঠা পেয়ে গিয়েছেন মুমতাজ। অপরদিকে মৌবনীর ঝুলিতে রয়েছে একাধিক সিরিয়াল ও টেলিফিল্ম। তবে বড়পর্দায় অভিনয় করলেও ছোটপর্দায় তেমন ভাবে মুখ দেখাননি মুমতাজ।


অবশেষে সেই সুযোগও মিলে গেল। সান বাংলার নতুন সিরিয়াল নয়নতারা তে আসতে চলেছেন মুমতাজ। তাও আবার বাবাকে সঙ্গে করে। পি সি সরকার জুনিয়র ও মুমতাজ, দুজনেই জাদুকরের ভূমিকায়ই অভিনয় করবেন নয়নতারা সিরিয়ালে।

বিষয়টা একটু খোলসা করেই বলা যাক। আসলে নয়নতারা সিরিয়ালে আদিদেবের ছোট মেয়ে প্রীতির জন্মদিনে ম‍্যাজিক দেখাতে আসবেন পি সি সরকার জুনিয়র ও মুমতাজ। এই নিয়ে প্রচণ্ড উচ্ছ্বসিত তারা ওরফে হিয়া মুখার্জি। অপরদিকে পি সি সরকার জুনিয়র জানিয়েছেন, করোনার জন‍্য বিদেশে আপাতত বন্ধ রয়েছে তাঁর ম‍্যাজিক শো। তাই এই সময়টা একটু অন‍্য রকম ভাবে কাটাতে চান তিনি।

এর আগে অবশ‍্য দূরদর্শন চ‍্যানেলে ছোটদের অনুষ্ঠান ছুটি ছুটি তে ম‍্যাজিক দেখাতেন পি সি সরকার জুনিয়র। গরমের ছুটি ও দূর্গা পুজোর ছুটির সময় দূরদর্শন চ‍্যানেলে দেখানো হত ছুটি ছুটি অনুষ্ঠানটি।

প্রসঙ্গত, সান বাংলা চ‍্যানেলে নতুন শুরু হয়েছে নয়নতারা সিরিয়ালটি। মূল চরিত্র তারা হল আদিদেবের প্রথম পক্ষের সন্তান। কিন্তু এই মেয়েকে একেবারেই পছন্দ করেন না আদিদেব। প্রথম পক্ষের স্ত্রীর মৃত‍্যুর জন‍্য তারাকেই দায়ী করেন তিনি। তাই ‘অপয়া’ বড় মেয়ে ছোট মেয়ে প্রীতির জন্মদিনে আসুক তা চাননি আদিদেব ও তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী মধুজা। অপরদিকে তারা প্রীতির জন্মদিনের পার্টি ছেড়ে চলে যেতেই শর্ট সার্কিট হয়ে আগুন লাগে পার্টিতে। এমন অবস্থায় তারার অপয়া অপবাদ কি ঘুচবে? সেটাই দেখার।

X