বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুর রাজ্জাক তার বিতর্কিত বয়ানের জন্য এর আগেও একাধিকবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। কিছুদিন আগেই পাকিস্তানের এক টিভি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, বিশ্বের শ্রেষ্ঠ টি-টোয়েন্টি লিগ পিএসএল। আইপিএল তার ধারে কাছেও আসতে পারবে না। তার এই বয়ান নিয়ে তখন যথেষ্ট বিতর্ক হয়েছিল। আবার কয়েকদিন আগে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ নিয়েও একাধিক বিতর্কিত বয়ান দেন তিনি। যার জেরে এবার তার বয়ানের উত্তর দিলেন ভারতের প্রাক্তন জোরে বলার মুনাফ প্যাটেল।
পাকিস্তানের এক টিভি চ্যানেলে রাজ্জাক বলেছিলেন, “পাকিস্তানের মতো ভারতের কি সেরা ফাস্ট বোলার বা অলরাউন্ডার আছে? আমি মনে করি না যে ভারতীয় দল পাকিস্তানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। পাকিস্তানের যে পরিমাণ প্রতিভা আছে তা যথেষ্ট। তারা প্রত্যেকেই আলাদা এবং আমি মনে করি না এটা ক্রিকেটের জন্য একটি ভালো বিষয় যে ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেট হচ্ছে না। আমি চাই দুই দেশের মধ্যে ম্যাচ আয়োজন করা হোক। যদি তা হতো, তাহলে মানুষ জানত যে ভারতের কাছে সেই প্রতিভা নেই, পাকিস্তানের যে ধরনের প্রতিভা আছে।”
এবার এই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মুখ খুললেন মুনাফ প্যাটেল। একটি ছবি শেয়ার করে মুনাফ লেখেন, “এ বিষয়ে আমি আর কি বলব? ভারত অধিনায়ক বিরাট কোহলির যে পরিমাণ সেঞ্চুরি আছে তা পাকিস্তানের গোটা দলের নেই। ওদের মন কোন দিকে থাকে কে জানে?” একথা ঠিক যে বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৭০ টি সেঞ্চুরি রয়েছে। এই মুহূর্তে পাকিস্তান দলের গোটা একাদশের খেলোয়াড়দের মোট সেঞ্চুরির সংখ্যার থেকেও বেশি। মুনাফ এই কমেন্ট লেখার পর নিয়ে মন্তব্য করতে শুরু করেছেন বাকিরাও।
https://www.instagram.com/p/CUr1tPqIbum/?utm_medium=copy_link
প্রসঙ্গত উল্লেখ্য, ২৪ অক্টোবর দু’দেশের মধ্যে প্রতিযোগিতা দিয়েই ভারত-পাকিস্তানের বিশ্বকাপ সফর শুরু হচ্ছে। তার আগে স্বাভাবিকভাবেই দুই দেশের খেলোয়াড় নিজেদের মতামত রাখছেন সংবাদমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায়। এখনও পর্যন্ত একবারও বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জিততে পারেনি পাকিস্তান। এবার তারা এই লজ্জার রেকর্ড পরিবর্তন করতে বদ্ধপরিকর। ইতিমধ্যে এ নিয়ে মুখ খুলেছেন পাক অধিনায়ক বাবর আজম। তিনি জানিয়েছেন, আরব আমিরশাহীতে খেলার অভিজ্ঞতায় অনেকটাই এগিয়ে রয়েছে পাকিস্তান। তাই এবার জয় দিয়েই সফর শুরু করতে চান তারা। যদিও শেষ পর্যন্ত কি হবে তা বলে দেবে ২৪ অক্টোবরই।