বাংলাহান্ট ডেস্ক: একের পর এক চমকপ্রদ ঘটনা ঘটছে কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) নতুন রিয়েলিটি শো ‘লক আপ’এ (Lock Upp)। জেলে বন্দি প্রতিযোগীদের জীবনের গোপন তথ্য টেনে বের করে আনছেন অভিনেত্রী। সাম্প্রতিক পর্বে তিনি জানান, কমেডিয়ান মুনাওয়ার ফারুকি (Munawar Faruqui) আসলে বিবাহিত। শুধু তাই নয়, তাঁর এক ছোট ছেলেও রয়েছে।
একটি ছবি দেখিয়ে মুনাওয়ারকে কঙ্গনা জিজ্ঞাসা করেন, ছবিটি সম্পর্কে বিশদে কিছু বলতে। ছবিতে কমেডিয়ানের পাশে এক মহিলা ও এক শিশুকেও দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিটি দেখিয়ে কঙ্গনা জিজ্ঞাসা করেন, ছবির পুরুষটি মুনাওয়ারই কিনা।
সহ প্রতিযোগীরা অনেকেই ভেবেছিলেন ছবির মহিলাটি মুনাওয়ারের স্ত্রী। কিন্তু কমেডিয়ান বলে ওঠেন, “আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না। সোশ্যাল মিডিয়াতে না, আর লক আপের মতো মঞ্চতেও না। এই বিষয়টা নিয়েই আমি কথা বলতে চাই না।”
The same picture shown in a #LockUpp
How blindly fans were saying tht she's his sister, but #munawarfaruqui accepted tat she's his wife n kid
Now who's news is fake?
I feel munawar faked his personality in #LockUpp & his fans are blind pic.twitter.com/sSEgSmnUje
— CND Tadka🔥 (@CNDTadka) April 9, 2022
অপর একটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, মুনাওয়ার স্বীকার করেন যে ছবির মহিলা ও শিশুটি তাঁর স্ত্রী সন্তান। তিনি কিছু লুকাচ্ছেন না। গত দেড় বছর ধরে তাঁরা আলাদা থাকেন। আদালতে আইনি প্রক্রিয়া চলছে। বিষয়টা নিয়ে কোনো কথা বলতে চান না তিনি।
মুনাওয়ারের মুখে এমন কথা শুনে জোর চমকেছেন নেটিজেনরা। কয়েকজনের দাবি, কমেডিয়ান নিজের সম্পর্কে একটি ভুল ধারনা তৈরি করিয়েছেন। নিজের অনুরাগীদের কাছে বিয়ের কথাটা লুকিয়ে গিয়ে মিথ্যাচার করেছেন তিনি। মুনাওয়ার শুধু বলেছিলেন, তাঁর এক বান্ধবী রয়েছে। এর মানে কি স্ত্রী ছাড়াও আরেক প্রেমিকা রয়েছে?
Sir you're doing great out there.
Make your child your strength instead of your weakness
May u lift the trophy and your son would be proud of u INSHAALLAH
You are a real life hero
MUNAWAR OWNING LOCKUPP #MUNAWARWINNINGHEARTS #MUNAWARFARUQUI
RESPECT 🙏🏻
MORE POWER TO U SIR ✊🏻 pic.twitter.com/o43Omorpvu— 🖤 (@Silent_Specter_) April 10, 2022
কঙ্গনাও খোঁচা মারতে ছাড়েননি মুনাওয়ারকে। তিনি দাবি করেন, বিবাহিত পুরুষদের প্রতি তরুণীদের বিশেষ আকর্ষণ কাজ করে। আর তারাও নিজেদের অসহায় বলে প্রতিপন্ন করার চেষ্টা করে। যেন তারা স্ত্রীয়ের সঙ্গে আটকে পড়েছে। কিন্তু বাস্তবটা হয়তো ভিন্ন হতে পারে। তবে নিজের অনুরাগীদের পাশেই পেয়েছেন মুনাওয়ার।