হিন্দু দেবদেবীকে অপমানকারী মুনাওয়ারই বিজেতা কঙ্গনার লক আপে, পুরস্কারে জিতলেন ২০ লাখ টাকা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রায় দেড় মাসের লড়াই শেষ। বহু বিতর্কিত গোপন তথ‍্য ফাঁস হওয়ার পর কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) ‘লক আপ’ পেল (Lock Upp) প্রথম বিজেতাকে। তিনি মুনাওয়ার ফারুকি (Munawar Faruqui)। বিতর্কিত এই কমেডিয়ান শোয়ের শুরুর দিন থেকে নজর কেড়েছিলেন। সমানে সমানে টক্কর দিয়ে শেষ হাসি হাসলেন তিনিই।

৮ মে অনুষ্ঠিত হয়েছিল লক আপের ফিনালে পর্ব। সেখানে পায়েল রোহাতগির থেকে বেশি ভোট পেয়ে বিজয়ী হন মুনাওয়ার। সঞ্চালিকা কঙ্গনাও ছিলেন কমেডিয়ানের পক্ষে। বিপুল ভোটে মুনাওয়ারকে জেতান তাঁর অনুরাগীরা। প্রথম সিজনের বিজয়ী হয়ে আপ্লুত তিনি।


লক আপের বিশেষ ট্রোফি ছাড়াও আরো লোভনীয় কিছু পুরস্কার জিতেছেন মুনাওয়ার, যা দেখে চোখ কপালে উঠেছে নেটনাগরিকদের। ২০ লাখ টাকা বিজয়ীর হাতে তুলে দিয়েছেন কঙ্গনা। একটি বিলাসবহুল গাড়ি পেয়েছেন তিনি। সঙ্গে ইতালি ভ্রমণের সুবর্ণ সুযোগ, তাও আবার যাতায়াত, থাকা, খাওয়া সহ সমস্ত কিছু বিনামূল‍্যে। সব শেষে মুনাওয়ারকে উষ্ণ আলিঙ্গনও করেছেন কঙ্গনা।

সংবাদ মাধ‍্যমকে আপ্লুত মুনাওয়ার বলেন, “এই অনুভূতি অসামান‍্য। আমি সবাইকে ধন‍্যবাদ জানাতে চাই। সবার কাছে আমি কৃতজ্ঞ। আমি এত খুশি। সবাই খুব পরিশ্রম করেছে, তবে আমার সঙ্গে মানুষের আশীর্বাদও রয়েছে। তাই আমি আজ এখানে।”


গত ২৭ ফেব্রুয়ারি থেকে সম্প্রচার শুরু হয়েছিল রিয়েলিটি শো লক আপের‌। প্রথমে ১৬ জন প্রতিযোগীকে নিয়ে পথচলা শুরু করেছিল একতা কাপুর প্রযোজিত এই শো। সঞ্চালনার দায়িত্বে জেলারের ভূমিকায় ছিলেন কঙ্গনা। বিতর্কের ডবল ডোজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

কার্যক্ষেত্রেও সেটাই হয়েছিল। প্রতিযোগিতায় টিকে থাকতে সব প্রতিযোগীদের নিজের জীবনের সবথেকে গোপন কথাটি সবার সামনে বলতে হত। তা সেটা যতই বিতর্কিত হোক না কেন। বলিউডের অন্ধকার দিকের পর্দাফাঁস করেছিলেন একাধিক প্রতিযোগী।

মুনাওয়ার নিজেও জীবনের গোপনতম দুটি কথা ফাঁস করেছিলেন। প্রথমত, তিনি যে বিবাহিত এবং তাঁর যে এক ছেলেও রয়েছে তা জেনে অবাক হয়েছিলেন সকলেই। তবে মুনাওয়ার জানিয়েছিলেন, তাঁরা আর একসঙ্গে থাকেন না। আদালতে মামলা চলছে। বিষয়টা নিয়ে বেশি কিছু বলতেও রাজি হননি তিনি। দ্বিতীয় বার মুনাওয়ার জানিয়েছিলেন, নিজের আত্মীয়ূর কাছেই ছোটবেলায় যৌন হেনস্থা হয়েছিল তাঁর। মুনাওয়ারের কথা শুনে কেঁদে ফেলেছিলেন কঙ্গনাও।

X