আজ পুরভোটের রণকৌশল পর্যালোচনা বৈঠক তৃণমূল ভবনে

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরু থেকে এ রাজ্যে পুরভোট নিয়ে সব রাজনৈতিক মহলই ময়দানে নেমে পড়েছে। লোকসভা নির্বাচনে বাংলা তৃণমূলের ফলাফল খারাপ হওয়ার পর থেকেই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তৃণমূলের ভোটকৌশলী হিসাবে প্রশান্ত কিশোরকেও নিযুক্ত করে একরকম পাকা কাজ করেছেন তৃণমূলনেত্রী। পি কে আসার পর থেকে বেশ কয়েক হারানো জমি ফের নিজের দখলে নিয়ে আসচে পারে তৃণমূল।

tmc flag 759 1553958666

সূত্রের খবর, পুর নির্বাচনের রণকৌশল ঠিক করতে শুক্রবার তৃণমূল ভবনে বৈঠক করতে চলেছে শাসকদল।  বিকেলে সমস্ত জেলা সভাপতিকে ডাকা হয়েছে তোপসিয়ার তৃণমূবল ভবনে।  নির্বাচনকে পাখির চোখ করে কী কী কর্মসূচি পালন করতে হবে, নানান পর্যালোচনা সমস্ত কিছু নিয়ে বৈঠক হবে প্রশান্ত কিশোরের তত্ত্বাবোধানে।

এদিকে শুক্রবারই উত্তরবঙ্গ থেকে ফিরে আসছেন দলনেন্ত্রী। সম্ভবত তিনিও বৈঠকে উপস্থিত থাকবেন। এই মুহুর্তে সিএএ-এনআরসি তৃণমূলের বিজেপিকে বাংলায় রুখতে সবচেয়ে বড় হাতিয়ার। পুরভোটের আগে সাংগঠনিক শক্তিকে আরও জোড়দাড় করতেও আলোচনা করা হতে পারে এদিন। বৈঠকে উপস্থিত থাকার কথা দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ সারির নেতৃবৃন্দ।

সূত্রের খবর, আপাতত যেটা ঠিক করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ ও রমজান মাস শুরুর মধ্যবর্তী সময়ে ভোট প্রক্রিয়া করানো হবে। এপ্রিলের শুরুতে কলকাতা, হাওড়া পুরভোট। শেষের সপ্তাহে বাকি পুরসভার ভোট । সব মিলিয়ে হয়তো দু-তিন দফায় ভোট হবে রাজ্যে।

 

 

 

সম্পর্কিত খবর