১৮২৯ জনের…! পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে নয়া মোড়, চার্জশিটে অয়নের ‘কীর্তি’ ফাঁস করল CBI

   

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলা (Recruitment Scam) নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি। জোরকদমে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। এবার যেমন পুর নিয়োগ দুর্নীতিতে আদালতে চার্জশিট জমা দিল সিবিআই (Central Bureau of Investigation)। সেখানে অয়ন শীলের নয়া ‘কীর্তি’ ফাঁস করেছে তদন্তকারী সংস্থা।

গত বছর মার্চ মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন অয়ন (Ayan Sil)। কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সূত্র ধরে তাঁর নামে উঠে এসে। এরপর ইডির হাতে গ্রেফতার হন তিনি। এরপর ফাঁস হয় পুর নিয়োগ দুর্নীতির (Municipality Recruitment Scam) কথা। সোমবার এই কাণ্ডেই আলিপুর আদালতে চার্জশিট জমা দিল CBI।

ED সূত্রে আগেই জানা গিয়েছিল, পুর নিয়োগের ক্ষেত্রে ওএমআরের দায়িত্ব ছিল অয়নের সংস্থার হাতে। এই বছর এপ্রিল মাসে এই প্রোমোটারকে হেফাজতে নেয় CBI। আদালতে জানানো হয়, এই পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁরা ৪২টি জায়গায় হানা দিয়েছিল। সেখানে থেকে বহু নথি হাতে এসেছে। বাজেয়াপ্ত করা সেই নথিগুলির বিষয়ে বিস্তারিত জানতে গেলে অয়নকে হেফাজতে নিয়ে জেরা করা দরকার।

আরও পড়ুনঃ রাজ্যপাল টাটা, বাই-বাই! বাংলায় দিন ফুরোলো বোসের? তথ্য ফাঁস হতেই তোলপাড়

CBI সূত্রে খবর, অয়নের সংস্থার দ্বারা রাজ্যের নানান পুরসভায় ১৮২৯ জনের নিয়োগ হয়েছিল। তাঁদের মধ্যে ৯০ শতাংশের নিয়োগের ক্ষেত্রেই নিয়মের তোয়াক্কা করা হয়নি বলে খবর। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, মোট ১৭টি পুরসভায় অয়নের সংস্থার দ্বারা নিয়োগ হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই বহু প্রার্থীকে ডেকে জেরা করেছে CBI।

উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল এবং শান্তনুর সূত্র ধরে অয়নের নাম উঠে আসে। গত বছর মার্চ মাসে এই প্রোমোটারের সল্টলেকের অফিস এবং হুগলিতে তাঁর বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি ED। সেখান থেকে উদ্ধার হয় প্রচুর ওএমআর শিট এবং ২৮ পাতার একটি নথি।

Ayan Sil

পরবর্তীতে সেই নথি ঘাঁটাঘাঁটির পর দেখা যায়, সেখানে বহু পুরসভার প্রার্থীতালিকা এবং সেই সম্বন্ধিত সুপারিশ রয়েছে। সেই সঙ্গেই চোখে পড়ে বেশ কিছু ‘কোড ওয়ার্ড’। উত্তর দমদম, দক্ষিণ দমদম, নিউ ব্যারাকপুর সহ রাজ্যের বেশ কয়েকটি পুরসভার প্যানেলের নথি সেখানে ছিল বলে খবর। একইসঙ্গে সেখানে ছিল, ভিন্ন ভিন্ন পদে নিয়োগের সুপারিশের তালিকা। এবার এই পুর নিয়োগ নিয়েই আদালতে চার্জশিট দিল সিবিআই।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর