ডবল অ্যাকশন! নিয়োগ দুর্নীতির তদন্তে ফিরহাদের দফতরে CBI হানা, অর্জুন সিংহের ঘরেও তল্লাশি

বাংলা হান্ট ডেস্কঃ পুরসভায় নিয়োগ দুর্নীতি (Municipality Recruitment Scam) মামলায় বুধবার রাজ্যজুড়ে ম্যারাথন তল্লাশি চালাচ্ছে সিবিআই (CBI)। সূত্রের খবর, কলকাতা থেকে জেলা, রাজ্য জুড়ে সিবিআই তল্লাশি। মোট ১৪ টি জায়গায় চলবে অভিযান। সল্টলেকে পুর ও নগরোন্নয়ন দফতরে সিবিআই তল্লাশি, চুঁচুড়া, শান্তিপুর, ব্যারাকপুরে সিবিআই তল্লাশি। এদিন মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) পুর ও নগরোন্নয়ন দফতরের প্রায় ১৫ মিনিট মতো ছিলেন সিবিআই গোয়েন্দারা। সূত্রের খবর, বেরনোর সময় ওই দফতরের দু’জন কর্মচারিকে গাড়িতে তুলে ডিডি ব্লকে নিয়ে যান অধিকারীকরা।

পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের (Ayan Shil) বাড়িতে সিবিআই তল্লাশি বলে খবর মিলছে। বুধবার সকালে তদন্তকারীদের একটি দল হাজির হয়েছে প্রোমোটার তথা প্রযোজক অয়ন শীলের বাড়িতেও। দুর্নীতির মূলে পৌঁছতে একাধিক নথির খোঁজে ময়দানে তদন্তকারী সংস্থা। গোয়েন্দাদের নজরে রাজ্যের একাধিক পুরসভা।

ইতিমধ্যেই ব্যারাকপুর, পানিহাটি, দক্ষিণ দমদম সহ মদন মিত্রের এলাকা কামারহাটি পুরসভায় পৌঁছেছে গোয়েন্দাদের টিম। পুরসভায় নিয়োগের আগে কী রেজোলিউশন পাশ হয়েছিল, সেই কপির খোঁজে CBI তল্লাশি চালাচ্ছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, বিজ্ঞপ্তির কপি, প্রার্থীদের তালিকা সংগ্রহ করবেন তদন্তকারীরা। তাদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আবার টিটাগড় পুরসভার হেড ক্লার্ক অর্জুন সিংয়ের ঘরে তল্লাশি চলছে বলে খবর। ঘেঁটে দেখা হচ্ছে বিভিন্ন নথিপত্র।

cbi

এদিন সকালে নিজাম প্যালেস থেকে সিবিআই আধিকারিকদের ৫ টি দল ময়দানে নামে। সল্টলেকের পুর ও নগরোন্নয়ন দপ্তর, চুঁচুড়া, শান্তিপুর, নিউ বারাকপুর, টিটাগড়, পানিহাটি ও দক্ষিণ দমদম পুরসভা-সহ বেশ কয়েকটি জায়গায় পৌঁছে যান তারা। মূলত পুরসভায় নিয়োগ দুর্নীতির রহস্যভেদ করতেই এই অভিযান।

প্রসঙ্গত, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে কেউটে। পুরসভায় নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হদিশ মেলে। অভিযোগ ওঠে টাকার বিনিময়ে বিক্রি হয়েছে হাজার হাজার চাকরি। এরপরই তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা। দেখা যায় রাজ্যের প্রায় সমস্ত পুরসভায় নিয়োগ হয়েছে ধৃত অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজেনের মাধ্যমে। এরপরই এই রহস্যের কিনারা করতে ময়দানে নামে সিবিআই।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর