কেঁচো খুঁড়তে কেউটে! পুর দুর্নীতিতে বড় নামেদের তলব করতে চলেছে CBI, ঘুম উড়লো কাদের?

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে চর্চার শিরোনামে বঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি। আর সেই দুর্নীতির তদন্ত করতে গিয়ে হদিস মিলেছে পুরসভায় নিয়োগ দুর্নীতির (Municipality Recruitment Scam)। সূত্রের খবর, এবার পুর নিয়োগ দুর্নীতিতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে সিবিআই (CBI)। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, মামলার সূত্র ধরে এবার তলব করা হবে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদেরও।

আর কী জানা যাচ্ছে? CBI সূত্রে খবর, চলতি সপ্তাহ থেকেই পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও এক্সজিকিউটিভ অফিসারদের ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। প্রসঙ্গত, দুর্নীতির কিনারা করতে সম্প্রতি রাজ্যের ১৪ টি পুরসভায় অভিযান চালিয়েছিল সিবিআই। সেই সময় একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করা হয়।

   

সূত্রের খবর, সেই সমস্ত নথি খতিয়ে দেখেই এবার পুরসভার কর্তাদের তলব করতে চলেছে গোয়েন্দারা। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, নথিপত্র ঘেঁটে বেশ কয়েকটি পুরসভাকে চিহ্নিত করেছে সিবিআই৷ দুর্নীতির নেপথ্যে একাধিক কর্মকর্তা থেকে শুরু করে পুরসভার কর্মীদেরও হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।

দুর্নীতিচক্রের পর্দা ফাঁস করতে এবার একাধিক পুরসভার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান, এক্সজিকিউটিভ অফিসারদের দেকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগে এই মামলার তদন্তে একযোগে কুড়িটি জায়গায় অভিযান চালিয়েছে সিবিআই। যার মধ্যে ১৪টি পুরসভায় হানা দেয় গোয়েন্দারা।

cbi

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নাম উঠে আসে প্রমোটার তথা প্রযোজক অয়ন শীলের। এরপরেই তার সংস্থা এবিএস ইনফো জোনের অফিসে তল্লাশি চালায় ইডি। সেখান থেকেই হাতে আসে পুরসভা নিয়োগ সংক্রান্ত ওএমআর, পুরসভা নিয়োগ সংক্রান্ত একাধিক নথিও উদ্ধার হয়। সেসব
দেখেই রাজ্যের বিভিন্ন পুরসভায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে দাবি করে ইডি। এরপর হাইকোর্টে বিষয়টি উঠলে আদালতের নির্দেশে মামলার তদন্তে নামে ইডি ও সিবিআই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর