কালীপুজোর আগেই বিরাট পদক্ষেপ! কুন্তল যা করলেন … ফাঁস হতেই তোলপাড়!

বাংলা হান্ট ডেস্কঃ পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের সূত্রে উঠে এসেছিল তৃণমূলের যুব নেতা (বর্তমানে বহিষ্কৃত) কুন্তল ঘোষের নাম। গত বছর জানুয়ারি মাসে তাঁকে গ্রেফতার করে ইডি। বিগত প্রায় দেড় বছর ধরে জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কাটছে তাঁর। এবার পুজো মিটতেই তিনি সোজা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন।

  • হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ কেন হলেন কুন্তল?

দুর্গাপুজো মিটতেই পুর নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে তৎপর সিবিআই। জানা যাচ্ছে, রানাঘাট এবং হালিশহর পুরসভাকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের থেকে পুর নিয়োগ দুর্নীতি (Municipality Recruitment Scam) মামলা সংক্রান্ত বেশ কিছু তথ্য চেয়ে পাঠানো হয়েছে। পুজোর ছুটি কাটিয়ে সোমবার ইমেল চেক করতেই পুরসভা কর্তৃপক্ষ তা দেখতে পায়। গত শনিবার সিবিআইয়ের তরফ থেকে এই মেল করা হয়েছিল বলে খবর।

এমতাবস্থায় আবার জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কুন্তল (Kuntal Ghosh)। মঙ্গলবার উচ্চ আদালতের অবকাশকালীন বেঞ্চে জামিন মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী। মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্ট। সূত্র মারফৎ জানা যাচ্ছে, আগামী শুক্রবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ ‘আপনাকে অ্যাটাক করতে পারিনি বলেই…’! মমতা শাড়ি-পাঞ্জাবি পাঠাতেই খোলা চিঠি রূপাঞ্জনার

৩১ অক্টোবর কালীপুজো। তার আগে জামিন পাওয়ার জন্য কুন্তল মরিয়া হয়ে উঠেছেন বলে খবর। হাইকোর্টে (Calcutta High Court) জামিন মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন। আগামী শুক্রবার এই মামলার শুনানি হলে আদালত কী বলে সেদিকে নজর থাকবে সকলের।

Calcutta High Court

এদিকে কুন্তল যখন জামিনের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন, তখন সিবিআই দু’টি পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে সিবিআই (CBI) অফিসে হাজির হতে বলেছে। সেই সময় চিঠিতে উল্লিখিত নথি নিয়ে আসার কথাও বলা হয়েছে বলে খবর। শুধু তাই নয়! হালিশহর পুরসভার প্রাক্তন এক্সিকিউটিভ অফিসারকে তথ্য নিয়ে সশরীরে উপস্থিত হতে বলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই এই নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে।

হালিশহর পুরসভার বর্তমান চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ এই প্রসঙ্গে বলেন, ‘সিবিআইয়ের তরফ থেকে ইমেলে একটি চিঠি এসেছে। তারা নিয়োগ দুর্নীতি সম্বন্ধিত কিছু তথ্য চেয়েছে। আগে তারা অনেক তথ্য চেয়েছিল। আমরা সব তথ্য দিয়েছি। তদন্তে সহায়তা করেছি। আগামী দিনেও তাই করব’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর