বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় গত ১২ জানুয়ারি একজোটে তৃণমূল হেভিওয়েটদের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই তালিকাতেই নাম ছিল তাপস রায়ের। পুরনিয়োগ দুর্নীতি মামলায় (municipality recruitment scam) তৃণমূল বিধায়ক তাপস রায়ের (MLA Tapas Roy) বাড়িতেও পৌঁছে যায় ইডি। সাতসকালে বিধায়কের বউবাজারের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। দিনভর চলে তল্লাশি।
শাসকদলের বর্ষীয়ান নেতা তাপস রায় বর্তমানে বরানগরের বিধায়ক। সেই ২০১১ সাল থেকে তিনি বিধায়ক রয়েছেন। পাশাপাশি দলের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পদেও রয়েছেন তিনি। হঠাৎ তার বাড়িতে ইডি হানা মেনে নিতে পারছিলেন না দলের কেউই। শুধু তাই নয়, বিরোধী শিবিরের অধিকাংশও তার বাড়িতে ইডির তল্লাশি অভিযানের ঘটনা হজম করতে পারে নি।
সেই ঘটনার পর মাঝে কেটে গিয়েছে প্রায় দুমাস। এরই মধ্যে শনিবার এই নিয়ে ফের মুখ খুললেন তৃণমূল বিধায়ক তাপস রায়। শুধু তাই নয়, কার কথায় তার বাড়িতে ইডি গিয়েছিল, সেই নিয়েও বিস্ফোরণ ঘটালেন তাপস। দলেরই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) দিকে আঙ্গুল তুলে এদিন তৃণমূল বিধায়ক বলেন, ‘ও আমার বাড়িতে ইডি ঢুকিয়ে দিল।’
এদিন সংবাদমাধ্যমের সামনে সুদীপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাপস বলেন, ‘কবে আমার বাড়িতে ইডি ঢোকানো হবে তা নিয়ে ওর বাড়িতে আলোচনা হচ্ছে। ‘ তার বাড়িতে ইডি হানার নেপথ্যে ১০০ শতাংশ হাত সুদীপের ছিল বলেও দাবি করেন বিধায়ক। তিনি আরও বলেন, ‘আমাকে আমার দলের রাজ্যসভা, লোকসভা, বিধানসভা, মন্ত্রীসভা মিলিয়ে মোট ৪০-৫০ জন একই কথা বলেছেন।’
আরও পড়ুন: ব্রেকফাস্টে ব্রেড-বাটার, লাঞ্চে চাই গরম মাটন! হেফাজতে শাহজাহানের ‘আবদার’ মেটাতে ভিরমি খাচ্ছে CID
তাপসবাবু আরও বলেন, ‘আমার বাড়িতে ইডি আসবে কেন? ওর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে কয়েকজনের সাথে। যেহেতু আমি ওকে বলেছিলাম, ও জেল খাটা আসামী, বা প্রার্থী হিসেবে আমার নাম উঠে আসছে সেগুলোকে আঘাত করার জন্যই হয়তো এসব করছে।’ প্রসঙ্গত, গত দুদিন ধরে দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছেন কুণাল ঘোষ। এমনকি তার বিরুদ্ধে ইডি-সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন কুণাল। এই আবহেই এবার সেই বিতর্কের আগুনে আরও কিছুটা ঘি ঢাললেন তাপস রায়।