মুনমুন সেন-ইমরান খান! শুধুই কী ‘just Friend’ নাকি তার থেকেও বেশি কিছু? আসল সত্যিটা জানা আছে?

বাংলাহান্ট ডেস্ক : একজন বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী, অন্যজন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। মুনমুন সেন ও ইমরান খান (Munmun Sen-Imran Khan), একটা সময় বলিউড ও ক্রিকেট জগত মেতে উঠেছিল এই দুজনের সম্পর্ক নিয়ে। সেই সময় বিভিন্ন ফিল্ম ম্যাগাজিনে লেখালেখিও হয় বিস্তর মুনমুন সেন ও ইমরান খানের প্রেমের সম্পর্ক নিয়ে।

আদৌ কি ইমরান ও মুনমুনের (Munmun Sen-Imran Khan) মধ্যে ছিল প্রণয় ঘটিত সম্পর্ক?

বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেন রূপে ও গুণে একটা সময় মোহিত করে রেখেছিলেন ফিল্মি দুনিয়াকে (Film Industry)। মুনমুন সেনের রুপের কদর দেশ ছেড়ে গিয়ে পৌঁছেছিল পাকিস্তানের মাটিতেও। পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইমরান খান, যিনি কিনা পরবর্তীকালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছিলেন, তিনিও নাকি প্রেমে হাবুডুবু খেয়েছিলেন মুনমুনের!

Munmun Sen-Imran Khan

নিজেদের প্রেমের সম্পর্কে অবশ্য কখনো মুখ খোলেননি ইমরান। মুনমুন সেনকেও (Munmun Sen) সেই বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে শোনা যায়নি। তবে সেই সময় বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ পেত তাঁদের ঘনিষ্ঠতা ও ডেটিংয়ের খবর। শুধু মুনমুন নয়, জিনাত আমান, রেখার মতো বলিউডের ডাকসাইটে সুন্দরী নায়িকাদের সাথেও নাম জড়িয়েছিল ইমরান খানের।

আরোও পড়ুন : ভোটপ্রচারে ‘বেফাঁস’ শুভেন্দু! উপনির্বাচনের আগেই বিরাট পদক্ষেপ তৃণমূলের!

কিছু বছর আগে মুনমুন সেন যখন রাজনীতির ময়দানে নামেন, তখনো তাঁর মুখে শোনা গিয়েছে ইমরানের নাম। গত বছর মুনমুন সেনের কন্যা রাইমা সেন সোশ্যাল মিডিয়ায় কিছু পুরনো ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যায় ইমরান খানের সাথে একই সোফায় বসে রয়েছেন মুনমুন সেন ও তাঁর দুই কন্যা রিয়া এবং রাইমা।

100448153

রাইমা এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর পুরনো জল্পনা (Gossip) ফের একবার নতুন করে উস্কে গিয়েছিল। ২০১৯ সালে নির্বাচনী প্রচারে মুনমুন সেন একবার বলেছিলেন যে ইমরান খান (Imran Khan) তাঁর খুব ভালো বন্ধু। এমনকি ২০২২ সালে ইমরান খানের উপর যে হামলা হয়েছিল, সেই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন রিয়া ও রাইমা।

মুনমুন সেন বিবাহ বন্ধনে আবদ্ধ হন ত্রিপুরার রাজ পরিবারের এক ছেলের সাথে। মুনমুন সেনের শাশুড়ি ছিলেন কোচবিহারের রাজকুমারী ইন্দিরা রাজের কন্যা এবং জয়পুরের মহারানী গায়ত্রী দেবীর বড় বোন। অনেকেরই হয়ত আজও মুনমুন ও ইমরানের সম্পর্ক নিয়ে গসিপ এখনো মনে আছে। তবে সময়ের সাথে সেসব এখন জায়গা করে নিয়েছে অতীতের পাতায়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর