বাংলাহান্ট ডেস্ক: বলিউডে আইটেম নাম্বারের (item number) তালিকায় জনপ্রিয়তার দিক থেকে প্রথম সারিতেই জায়গা করে নেবে মালাইকা অরোরার ‘মুন্নি বদনাম হুয়ি’ (munni badnam huyi)। ১১ বছর আগের দাবাং ছবির এই গানটি এখনো একই রকম জনপ্রিয় রয়েছে। তবে পার্টি অনুষ্ঠান ছাড়া শিক্ষার জন্যও যে এই।গান ব্যবহার হতে পারে তা কখনো ভেবেছিলেন?
অবাক লাগলেও এটাই সত্যি। স্কুলের পাঠ্যক্রমে এবার অন্তর্ভুক্ত করা হল এই জনপ্রিয় বলিউড আইটেম গান। ইংল্যান্ডের ডিপার্টমেন্ট ফর এডুকেশনের কীর্তি এটি। স্কুলের জন্য নয়া সঙ্গীত পাঠক্রমে আরো কিছু ভারতীয় গানের সঙ্গে একই তালিকায় জায়গা করে নিয়েছে মুন্নিও।
তালিকায় রয়েছে এ আর রহমানের জয় হো, অনুষ্কা শঙ্করের ইন্ডিয়ান সামার ও কিশোরী আমোনকারের সহেলি রে। ভারতীয় সঙ্গীতের বিস্তৃত ঘরানা বোঝাতেই এই গানগুলি পাঠক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। ব্রিটেনের ১৫ জন সঙ্গীত শিক্ষা বিশেষজ্ঞ তথা শিক্ষক ও সঙ্গীতজ্ঞদের মিলিত সিদ্ধন্তে তৈরি করা হয়েছে নতুন পাঠক্রমের তালিকা।
মুন্নি বদনাম হুয়ি গানটি সম্পর্কে লেখা হয়েছে, ‘চিত্রনাট্যের সঙ্গে কোনো সংযোগ ছাড়াই বলিউডে আইটেম নাম্বার হয়। গানে ছবির মূল চরিত্র চুলবুল পাণ্ডেকে এনট্রি নিতে দেখা যায়। তবে গানের মূল পারফর্মার মালাইকা অরোরাকে শুধু এই গানেই দেখা গিয়েছে ছবিতে। গানে বলিউড ছবির নানান বিষয় ফুটে উঠেছে যেমন গান, নাচ ও রঙিন দৃশ্য।’
খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে। বলিউডের একটি আইটেম নাম্বারকে শিক্ষার কাজে কিভাবে ব্যবহার করা যেতে পারে তাই নিয়ে উঠছে প্রশ্ন। উল্লেখ্য, সলমন খানের দাবাং ছবিতে ব্যবহৃত হয়েছিল এই গানটি। মালাইকা অরোরা বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন এই গানের জন্য। ২০১০ সালে মুক্তি পেয়েছিল দাবাং।