প্রেমিকাকে পেতে খুনোখুনি!মাটি খুঁড়ে উদ্ধার দেহ

বাংলা হান্ট ডেস্ক :নদিয়ার করিমপুরের কাছে হোগলবেড়িয়ার আরবপুর গ্রামের বাসিন্দা ছিলেন যুবক অমিয় বিশ্বাস। জানা গিয়েছে, গত তিনদিন ধরেই নিখোঁজ ছিলেন বছর তিরিশের অমিয় বিশ্বাস। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর খোঁজখবর শুরু করে হোগলবেড়িয়া থানার পুলিস।

তদন্তে পুলিস জানতে পারে, অমিয় বিশ্বাসকে খুন করে জঙ্গলে মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হয়েছে। এরপরই মেঘনা গ্রামের জঙ্গলে মাটি খুঁড়ে অমিয় বিশ্বাসের দেহ উদ্ধার করে পুলিস।

প্রসঙ্গত ত্রিকোণ প্রেমের জেরে নিহত অমিয় বিশ্বাস। যুবককে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল তারই বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুরে। মাটি খুঁড়ে নিহত যুবকের দেহ উদ্ধার করেছে পুলিস এবং পাশাপাশি খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।বাবা অসিত বিশ্বাসের অভিযোগ, গ্রামেরই এক কিশোরীর সঙ্গে ‘ঘনিষ্ঠ সম্পর্কে’ জড়িয়ে পড়েছিল দুই বন্ধু, তাঁর ছেলে অমিয় বিশ্বাস ও মূল অভিযুক্ত অনিমেষ মণ্ডল। ত্রিকোণ প্রেমকে ঘিরেই দুই বন্ধুর মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে।তার পরপরই এমন করুন পরিনতি অমিয় র।

সম্পর্কিত খবর