বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশের সাগর শহরে একতরফা প্রেমে এক উন্মাদ যুবক এক যুবতীকে গুলি করে হত্যা করে দেয়।এই ঘটনার এক ঘণ্টা পর পুলিশ কড়া অ্যাকশন নিয়ে অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। পুলিশ জানায়, আমরা এটা বার্তা দিতে চাই যে, কোনও অভিযুক্তকে ছেড়ে কথা বলা হবে না।
উল্লেখ্য, মধ্যপ্রদেশের সাগরের মোতিনগর থানা এলাকায় এক উন্মাদ প্রেমিক একতরফা প্রেম করে এক যুবতীকে গুলি করে হত্যা করে দেয়। এরপর প্রশাসন কড়া পদক্ষেপ নিয়ে অভিযুক্ত যুবকের বাড়িতে বুলডোজার চালায় আর এক ঘণ্টার মধ্যেই গোটা বাড়ি ধূলিসাৎ করে দেয়।
বৃহস্পতিবার দুপুরে শাস্ত্রী ওয়ার্ডের পগারা রোডে অভিযুক্ত রোহিত রাজপুত ওই এলাকারই যুবতী পুনমকে প্রকাশ্য দিবালোকে গুলি করে। গুলি লাগার পর যুবতী ঘটনাস্থলেই মারা যায়। এরপর অভিযুক্ত রোহিত পিস্তল ফেলে পালায়। ঘটনার খবর পাওয়ার মাত্রই পুলিশের বড়বড় আধিকারিকরা সেখানে পৌঁছান।
চার মাস আগেও রোহিত ওই যুবতীর বাড়ি ঢুকে তাঁর উপর হামলা করেছিল। পুনমের অভিযোগের পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছিল। কয়েকদিন আগেই অভিযুক্ত যুবক জামিনে মুক্তি পায় আর এরপর সেই যুবতীর প্রাণই কেড়ে নেয়। এই ঘটনাকে গম্ভীর ভাবে নিয়ে প্রশাসন অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে ধূলিসাৎ করে দেয়।