মমতার হাতের স্পর্শ পাওয়া মুড়ি আলুর দম দিয়ে মেয়ে ‘প্রসাদ’ হিসাবে গ্রহণ করল ৫০০ তৃণমূল সমর্থক

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল একুশে জুলাই সমাবেশ উপলক্ষ্যে মঞ্চ থেকে ‘মুড়ি’ নিয়ে বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)  এমনকি সকলকে অবাক করে দলের কর্মী সমর্থকদের কাছ থেকে মুড়ি পর্যন্ত চেয়ে বসেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে বিজেপি সরকারের GST-র বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়ে দেন তিনি আর এবার মুখ্যমন্ত্রীর হাতের স্পর্শ পাওয়া সেই মুড়িকেই প্রসাদ হিসেবে গ্রহণ করল ৫০০ জনের অধিক দলীয় সমর্থক।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পর্শ পাওয়া মুড়ি ‘প্রসাদ’ হিসেবে গ্রহণ করাকে কেন্দ্র করে এদিন আউসগ্রামের তেলতা এলাকায় রীতিমতো উৎসবের মেজাজে দেখা যায় গ্রামবাসীদের। এরপরে আলুর তরকারি দিয়ে সেই মুড়িকে প্রসাদ হিসেবে বিতরণ করা হয় সকলের মধ্যে। উল্লেখ্য, গতকাল একুশে জুলাই সমাবেশ থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে একের পর এক কটাক্ষ ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা চলাকালীন আচমকাই দলীয় কর্মীদের কাছে মুরি চেয়ে বসেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে পূর্ব বর্ধমানের আউসগ্রামের বাসিন্দা দেবাশিস মুখোপাধ্যায় এবং নিরঞ্জন পালের কাছ থেকে মুড়ি নিয়ে মঞ্চে উঠে আসেন তৃণমূল নেত্রী।

পরবর্তীতে মুড়ির মতো খাবারে জিএসটি চাপানো নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণও করেন তিনি। সভা শেষে সেই মুড়ি ফেরত দেওয়া হলে মুখ্যমন্ত্রীর হাতের ‘ছোঁয়া’ পাওয়া সেই খাবারটিকেই এদিন প্রসাদ হিসেবে গ্রহণ করলেন দলীয় সমর্থকরা। এই ঘটনা প্রসঙ্গে এদিন এক তৃণমূল সমর্থক বলেন, “আমাদের দিদি ওই মুড়ি নিজের হাতে করে স্পর্শ করেছিলেন। তাই আমরা সেটিকে প্রসাদ হিসেবেই গ্রহণ করলাম। এটা আমাদের কাছে স্বপ্ন।” পাশাপাশি তিনি জানান, “কেন্দ্র যেভাবে মুড়ির ওপরে GST বসিয়ে চলেছে, তার বিরুদ্ধে আগামী দিনে আমরা প্রতিবাদে নামব।”

উল্লেখ্য, শহীদ দিবসে গ্রাম থেকে সঙ্গে করে মুড়ি নিয়ে যাওয়া দেবাশিস মুখোপাধ্যায়ের দাবি, “আমরা সঙ্গে করে মুড়ি নিয়ে গিয়েছিলাম। তবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোঁয়া পাবে, তা ভাবতে পারিনি। সেটিকে আমরা এদিন প্রসাদ হিসেবে গ্রহণ করলাম।”

Sayan Das

সম্পর্কিত খবর