দিনমজুর থেকে কোটিপতি! ৪২০ টাকার লটারির টিকিট জীবন বদলে দিল পাঁচ সন্তানের বাবার

বাংলাহান্ট ডেস্ক : পাঁচ সন্তানকে নিয়ে মধ্যবিত্ত সংসার। দিন চলে বিড়ির কন্ট্রাক্টরি করে। প্রতিদিন আয় প্রায় হাজার টাকা। মাঝে মাঝেই সে কাজ থাকে না। ভাগ্যের উপর ভরসা করে তাই নিয়মিত কাটতেন লটারির টিকিট। এবার সেই লটারির টিকিট বদলে দিল ভাগ্য। ৪২০ টাকা দিয়ে লটারি কিনে এবার কোটিপতি গোলাপ। গোলাপ শেখ সামশেরগঞ্জের বাসিন্দা। শখের বসে লটারি কাটলেও এভাবে যে সত্যি সত্যি লটারি কেটে কোটিপতি হবেন তা ভাবতে পারেননি কখনোই। তার লটারিতে কোটি টাকা জেলার খবরে খুশিতে ভাসছে পরিবার।

সোমবার রাতে ৫০ সেমের লটারি টিকিটে কোটি টাকা জেতার খবর পান সামশেরগঞ্জের ভাসাইপাইকর অঞ্চলের সাহেবনগর গ্রামের গোলাপ শেখ। লটারিতে অর্থপ্রাপ্তির খবর শুনেই গোলাপের বাড়ির সামনে ভিড় করতে শুরু করেন গ্রামবাসীরা। এক কোটি টাকা পুরস্কার প্রাপ্তির পর আনন্দে দিশাহারা গোলাপ শেখ। এত পরিমান টাকা নিয়ে কি করবেন গোলাপ? জানতে চাওয়া হলে তিনি বলেন,”বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ। টাকা পেলে আগে বাড়ি সারাই করব। এছাড়াও বাড়িতে ছেলে-মেয়ে আছে, এই টাকা পেলে তাদের পড়াশোনায় তা ব্যবহার করব।”lottery win

অন্যদিকে এই লটারিতে পুরস্কার প্রাপ্তির দুটি দিক আছে। কিছু মানুষ এই লটারি টিকিট কেটে মোটা পরিমাণ অর্থ পেলেও বহু মানুষ লটারি টিকিট কেটে সর্বশ্রান্ত হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এই নিয়ে তুমুল আলোচনাও চলছে। ভবিষ্যতে সরকার এই লটারির উপর কোন রকমের বিধিনিষেধ আরোপ করে কিনা এখন সেটাই দেখার।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর