বাংলা হান্ট ডেস্কঃ এপ্রিল মাসের শুরুতেই তেতে উঠেছিল মুর্শিদাবাদ (Murshidabad Violence)। হিংসার আগুনে জ্বলছিল ‘নবাবের শহর’। এই অশান্তির আবহেই জাফরাবাদ নিবাসী হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে খুন করে দুষ্কৃতীরা। ‘হিন্দু’ হওয়ার কারণে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এবার তাঁদের পরিবারই সিবিআই (CBI) তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন। ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে।
হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হরগোবিন্দ-চন্দনের পরিবার!
গত ১২ এপ্রিল জাফরাবাদ নিবাসী হরগোবিন্দ ও চন্দনকে খুন করেন দুষ্কৃতীরা। রাজ্যের তরফ থেকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হলেও তা ফিরিয়ে দিয়েছেন দাস পরিবারের সদস্যরা। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁদের বাড়ি যান। হরগোবিন্দ-চন্দনের পরিবারের হাতে তুলে দেন আর্থিক সাহায্য।
বর্তমানে কলকাতায় রয়েছেন মুর্শিদাবাদে নিহত এই বাবা-ছেলের পরিবারের বাকি সদস্যরা। শনিবারই তাঁরা মহানগরীতে চলে আসেন বলে খবর। এই নিয়ে শুরু হয়েছে তরজা। এই পরিস্থিতিতে সোমবার এই খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে উচ্চ আদালতে মামলা করলেন নিহতদের স্ত্রী। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Justice Tirthankar Ghosh) এজলাসে মামলা করা হয়েছে। সেই সঙ্গেই পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগও আনা হয়েছে বলে খবর।
আরও পড়ুনঃ দিলীপ-বিতর্কের আবহেই বড় খবর! পরপর দু’দিন বৈঠকে বসছে BJP! নেওয়া হবে বড় কোনও সিদ্ধান্ত?
জানা যাচ্ছে, শনিবার সল্টলেকের একটি বাড়িতে এসে ওঠে হরগোবিন্দ-চন্দনের পরিবার। রবিবার সকালেই সেখানে হাজির হয় পুলিশ। দরজা ভেঙে তাঁরা ভেতরে ঢুকে পড়েন বলে অভিযোগ। এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন হরগোবিন্দের মেয়ে যূথিকা। ৪ ঘণ্টা ধরে আমার বাবা-ভাই যখন পড়েছিল, তখন কোথায় ছিল পুলিশ? প্রশ্ন করেন তিনি।
এরপর সেখানে হাজির হন বিজেপি (BJP) কাউন্সিলর সজল ঘোষ, পদ্ম নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি সহ বিজেপি নেতৃত্ব। পুলিশের সঙ্গে বচসা হয় বলে খবর। এদিনই আবার মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হরগোবিন্দ-চন্দনের পরিবারকে কলকাতায় নিয়ে আসা নিয়ে মুখ খোলেন তিনি।
এসবের মাঝেই এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল হরগোবিন্দ-চন্দনের পরিবার। এই খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। উচ্চ আদালতের তরফ থেকে কী নির্দেশ দেওয়া হয়, সেদিকে নজর থাকবে সকলের।