‘১২, ১৪ বছরের ওরা..,’ ‘ইজ্জত দিলে স্বামীর প্রাণভিক্ষা দেবে বলছে’, মালদায় পালিয়ে এসেও আতঙ্কে হিন্দু মহিলারা!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সংশোধিত ওয়াকফ আইনের (Waqf Act) বিরোধীতায় উত্তাল বাংলা। মুর্শিদাবাদে (Murshidabad) এখনও শান্ত হয়নি পরিস্থিতি। দফায় দফায় ছড়াচ্ছে অশান্তি। ইতিমধ্যেই সাম্প্রদায়িক হিংসার জেরে চলে গিয়েছে একাধিক প্রাণ। এরই মধ্যে প্রাণটুকু বাঁচাতে ভিটে মাটি সব ছেড়ে মালদার স্কুলে আশ্রয় নিয়েছেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও ধুলিয়ানের হিন্দুরা।

আতঙ্কে ওঁরা | Murshidabad

অভিযোগ, ওয়াকফ আইনের প্রতিবাদে তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে মহিলাদের সঙ্গে অশ্রাব্য ভাষা ব্যবহার করা হয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ সামনে আসে। সংবাদমাধ্যমের সামনে নিজেদের আতঙ্কের কথা বলতে গিয়ে বুক কাঁপছে গৃহবধূ মহিলাদের।

ধুলিয়ান থেকে মালদার স্কুলে আশ্রয় নেওয়া এক ঘরছাড়া হিন্দু মহিলা সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রাণ বাঁচিয়ে কোনোমতে পালিয়ে এসেছি। জলের ট্যাংকে বিষ দিয়ে দেওয়া হচ্ছে। ওই জল খেলেই তো আমরা মরে যাব। এই জন্য জীবন বাঁচিয়ে পালিয়ে এসেছি। আমাদের ঘর-বাড়ি লুটপাট করেছে। ভেঙে জ্বালিয়ে দিয়েছে ওরা।’

এরপরই বিস্ফোরক অভিযোগ তুলে তিঁনি বলেন, ‘আমাদের হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে ইজ্জত দিলে তাহলে আমাদের স্বামীদের জীবন ভিক্ষা দেওয়া হবে। গলা টিপে ধরছে, বোম মারছে। ১২, ১৪ বছরের সবাই। আর যারা বড় তারা সবাই মুখ ঢেকে আসছে। ‘

প্রসঙ্গত, মুর্শিদাবাদে হিংসার জেরে অনেক হিন্দু পরিবার ঘরছাড়া বলে খবর সামনে আসছে গতকাল থেকেই। ইতিমধ্যেই গঙ্গাপারে এসে ভিড় করা মানুষজনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক ভিডিও।

Are Bangladeshi extremists involved in Murshidabad Violence.

আরও পড়ুন: দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি! কলকাতায় তড়িঘড়ি জারি সতর্কতা, এই তিন জেলায় উঠবে ঝড়

ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে, ঘরছাড়া মানুষগুলোর মধ্যে কেউ বলছেন, ‘মুসলিমরা প্রচুর অত্যাচার চালাচ্ছে। বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে। আগুন লাগিয়ে দিচ্ছে। পুলিশ প্রশাসন মাঝেমধ্যে এসে পালিয়ে যাচ্ছে।’ পাশ থেকে এক মহিলা কাঁদতে কাঁদতে বলছেন ‘ আমাদের বাড়ি ঘরে সব আগুন ধরিয়ে দিয়েছে।’ ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X