মাদক খাইয়ে কলকাতার তরুণীকে ধর্ষণ, খুনের চেষ্টা! অভিযোগ সামনে আসতেই বেপাত্তা এই গুণধর চিকিৎসক

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আরজিকরের নির্যাতিতা তরুণী এখনও বিচার পায়নি। মঙ্গলবারের পর এক ধাক্কায় অনেকটাই পিছিয়ে গিয়েছে শুনানি। আগস্ট মাসের এই ঘটনা সামনে আসার পর কলকাতার রাজপথে নেমে আন্দোলন করেছিলেন চিকিৎসকরা। ন্যাবিচারের দাবি তুলে দীর্ঘদিন কর্মবিরতিও ঘোষণা করেছিলেন তাঁরা। আর এবার কলকাতারই তরুণীকে ধর্ষণের (Rape) ঘটনায় অভিযুক্ত এক চিকিৎসক।

কলকাতার তরুণীকে ধর্ষণ (Rape),খুনের চেষ্টা!

সম্প্রতি সামনে এসেছে এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে প্রেমের আছিলায় গত ৮ অক্টোবর কলকাতা থেকে প্রেমিকাকে বহরমপুরে ডেকে এনেছিলেন ওই অভিযুক্ত চিকিৎসক। তারপরেই সেখানকার একটি নামি হোটেলে যুবতীকে নিয়ে ডিনার ডেটে গিয়েছিলেন তিনি। সেখানেই পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে তা খাইয়ে দেওয়া হয় নির্যাতিতাকে। যা খাওয়ার পরেই সেখানেই অজ্ঞান হয়ে যান যুবতী।

ওই অবস্থাতেই তাকে ধর্ষণ (Rape) করা হয় বলে অভিযোগ। একইসাথে ওই অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে খুন করারও অভিযোগ এনেছেন যুবতী। নির্যাতিতার  অভিযোগ, এই ঘটনার পর চলতি মাসের ২ ডিসেম্বর আবার তাকে বহরমপুরের একটি হোটেলে ডেকে তাঁকে হুমকি দেওয়া হয়। মুখ না-খোলার জন্য চিকিৎসক চাপ দিতে থাকে। তখন যুবতী প্রতিবাদ জানালে তার গলা টিপে শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: জোর করে বাংলাদেশিদের সঙ্গে মিলন করায় স্বামী, হাওড়ার বধূর মামলা হাইকোর্টে উঠতেই বড় নির্দেশ

জানা যাচ্ছে, আদতে কলকাতার বেলঘরিয়ার বাসিন্দা হলেও কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই মুর্শিদাবাদে থাকতেন ওই চিকিৎসক। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের একটি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক তিনি। অন্যদিকে নির্যাতিতা তরুণী কলকাতার গল্ফগ্রিন এলাকার বাসিন্দা। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণ (Rape),খুনের চেষ্টার অভিযোগ এনে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তরুণী। তারপর থেকেই বেপাত্তা অভিযুক্ত চিকিৎসক।

Rape

কয়েকদিন ধরেই তিনি মেডিক্যাল কলেজের ডিউটিতেও আসছেন না বলেই জানা গিয়েছে। চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পরেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ওই ডাক্তারের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশিও শুরু হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় ৬৪, ১২৩, ১১৫ (২), ১০৯ (১), ৩০৩(২) ও ৩৫১ (২) ধারায় মামলা রুজু হয়েছে। অন্যদিকে পুলিশ সূত্রে খবর নির্যাতিতা যুবতীর শারীরিক পরীক্ষা করানোর জন্য তাঁকে বহরমপুরে আসতে বলা হয়েছিল, কিন্তু বুধবার শারীরিক পরীক্ষা করানোর জন্য তিনি আসেননি।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X