বাংলা হান্ট ডেস্কঃ সংশোধিত ওয়াকফ আইন (Waqf Bill) বিরোধী বিক্ষোভে জ্বলছে মুর্শিদাবাদ (Murshidabad)। দফায় দফায় অশান্তি, এ যেন অন্য বাংলা। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল থেকে হাইকোর্টের নির্দেশে হটস্পট এলাকায় মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিরোধীদের অভিযোগ, আক্রান্ত হচ্ছেন হিন্দুরা, এদিকে তৃণমূলের সাংসদ-বিধায়কদের দাবি হামলা করা হচ্ছে তাদের উপর। সবমিলিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।
মুর্শিদাবাদে আক্রান্ত তৃণমূল! Murshidabad
ফরাক্কার শাসকদলের বিধায়ক মণিরুল ইসলামের অভিযোগ, তাকে চরম হেনস্থা করা হয়েছে। বাড়ি ভাঙচুর পর্যন্ত বাকি নেই। এদিকে তৃণমূল সাংসদ খলিলুর রহমানের (TMC MP Khalilur Rahaman) দাবি, তাকে ঘিরে চলে বিক্ষোভ প্রদর্শন। দুজনেই গতকাল থানার দ্বারস্থ হন। এই নিয়েই এবার ক্ষোভ উগরে দিলেন খলিলুর। নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন জঙ্গিপুরের সাংসদ।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, “গতকালের ঘটনায় আমি খুবই মর্মাহত। এটা কখনই কাম্য ছিল না। নিজের ৬৫ বছর বয়সে এটা কখনো দেখিনি, শুনিনি। কিন্তু, এটা দেখলাম। নেতৃত্ব-বিহীন এবং ব্য়ানার-বিহীন একটা দল, কয়েক হাজার ছেলেরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছে। যারা ওয়াকফ কী জিনিস বোঝেই না। তারপরেও তারা যে প্রতিবাদ করেছে…’
সাংসদ বলেন, ‘আমি সেই সময় পার্টির কিছু কর্মসূচির জন্য জঙ্গিপুর যাচ্ছিলাম। গাড়ি থেকে নেমে প্রত্যেকের কাছে হাতজোড়ে অনুরোধ করি, আপনারা ফিরে যান। তাতে ওরা উল্টো আমাকে গালিগালাজ শুরু করল। পুলিশ সরিয়ে দেওয়ার পরে সাজুর মোড়ে এগিয়ে গেলে গাড়িতে হামলা করা হয়। আমাকে গাড়ি থেকে নামিয়ে নেবে এরম মনে হচ্ছিল। পুলিশ আমাকে বের করে দেয়। তাদের কী উদ্দেশ্য পুলিশ, আমরা কেউই বুঝতে পারছি না।”