মাত্র ২৫০ টাকায় ঘুরে আসুন মুর্শিদাবাদ! সঙ্গে মিলবে বিনামূল্যে থাকা, খাওয়া; অবাক লাগছে? দেখুন

বাংলাহান্ট ডেস্ক : এই জেলার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক টুকরো ইতিহাস। পলাশির যুদ্ধ, নবাব সিরাজউদ্দৌলার হার, বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপন… আরও কত কী। একসময় মুর্শিদাবাদ ছিল বাংলার নবাবদের প্রিয় শহর। বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত এই জেলা বহু মানুষের প্রিয় পর্যটন কেন্দ্রও বটে।

এই পর্যটন কেন্দ্রের ঐতিহাসিক মাহাত্ম্য থাকায় দেশ বিদেশের বহু মানুষই বছরের নানান সময় এখানে ভিড় জমান। তবে জানলে অবাক হবেন খুবই কম খরচে যাওয়া যায় মুর্শিদাবাদ। মাত্র কয়েক শো টাকা। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব অতি অল্প টাকায় কিভাবে মুর্শিদাবাদ ঘোরা সম্ভব। শুধু তাই নয়, কোথায় থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন, তার খোঁজও দেব।

আরোও পড়ুন : সিনেমা দেখুন সারাদিন! লাগবে না এক পয়সাও, SonyLIV, Zee5 ফ্রি সাবস্ক্রিপশন নিয়ে হাজির Jio

প্রথমেই বলে রাখি একা, বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের সঙ্গে যেতে পারেন মুর্শিদাবাদ। এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, মুর্শিদাবাদ ঘোরার ক্ষেত্রে খরচ হতে পারে মাত্র আড়াইশো টাকার কাছাকাছি। যদি ২ দিনের ট্যুর করেন তাহলেই লালবাগ সংলগ্ন দুর্দান্ত সব জায়গা নিশ্চিন্তে ঘুরে দেখতে পারবেন। সেক্ষেত্রে খরচ অবশ্য খুব বেশি বাড়বে না বললেই চলে।

আরোও পড়ুন : ‘চাই না ওর সিনেমা কেউ দেখুক’, শাহরুখের ব্যর্থতার প্রার্থনা গৌরীর! অশান্তির আঁচ খান পরিবারে

শিয়ালদা বা কলকাতা স্টেশন (Sealdah Station) থেকে লালগোলাগামী যে কোনও ট্রেনে নামতে হবে মুর্শিদাবাদ স্টেশনে। স্টেশনের নাম মুর্শিদাবাদ হলেও এলাকাটি লালবাগ নামে পরিচিত। প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেনগুলির সাধারণ কামরাতে গেলে মাথাপিছু টিকিটের দাম ৪৫ থেকে ৮০ টাকার মধ্যে পড়বে। রিজার্ভেশন করলে খরচ সামান্য বেশি।

4 say4on

লালবাগ সফরের সময় থাকা, খাওয়ার খরচ বাঁচাতে আপনি চলে যেতে পারেন ডাহাপাড়া জগৎবন্ধু ধামে। সেখানে সবার জন্য থাকার ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে। তবে সেই ধামে পৌঁছতে গেলে আপনাকে লালবাগ থেকে নৌকা পেরিয়ে ওপাড়ে যেতে হবে। তারপর হাঁটাপথে কিছুটা। মুর্শিদাবাদের ঐতিহাসিক জায়গাগুলো আপনি কম খরচের টোটো বা অটোয় যেতে পারেন আর বাজেট বেশি থাকলে ঘোড়ার গাড়ি।

 

 

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর