আফগানিস্তানে তালিবান রাজে কেমন আছে মেসির খুদে ফ্যান মুর্তাজা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সালটা ২০১৬, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল সে সময়। ছবিতে মেসি ভক্ত এক আফগান খুদেকে দেখা গিয়েছিল, প্লাস্টিকের ব্যাগ কেটে তা দিয়ে আর্জেন্টিনার জার্সি বানিয়েছে সে। আর পিঠে লেখা মেসির নাম এবং জার্সি নম্বর, পায়ে রয়েছে ফুটবল। দৃশ্যটা সকলের জন্য এতটাই মনমুগ্ধকর ছিল যে তা রীতিমত ভাইরাল হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়।

এমনকি কিংবদন্তি মেসিরও চোখে পড়ে এই ছবিটি।যার জেরে কাতারে আসার পর তিনি যোগাযোগ করেন এই খুদে ভক্ত মুর্তাজা আহমেদির সাথে। নিজের দু’টি জার্সি সই করে তাকে উপহারও দেন মেসি এবং তাকে কোলে তুলে নিয়ে ছবি তুলতেও দেখা যায় ফুটবলের এই কিংবদন্তিকে। সেই সূত্র ধরেই কার্যত পৃথিবী বিখ্যাত হয়ে ওঠে ছোট্ট মুর্তাজা।

কিন্তু এই খ্যাতিই যে তার কাল হবে তা কি কেউ জানতো? তার এই মেসি প্রিয়তার জন্যই কার্যত তালিবানদের চক্ষুশূল হয়ে ওঠে মুর্তাজা। অনেকে আবার ভাবতে শুরু করেছিলেন, মেসি হয়তো অনেক টাকা পয়সা দিয়েছেন তার এই ছোট্ট ফ্যানকে। যার জেরে বারংবার আসতে থাকে হুমকি। একটা সময় তার পরিবার এতটাই শঙ্কিত হয়ে পড়েন যে তারা ভাবতে থাকেন হয়তো বা অপহরণ করা হবে ছোট্ট মুর্তাজাকে। আফগানিস্তানের গজনি প্রদেশের যে জাঘরিতে ছোটবেলাটা নিশ্চিন্তে কাটাচ্ছিল মুর্তাজা, তা আর সম্ভব হয়নি তালিবানদের আশঙ্কায়।

যদিও মুর্তজার পরিবার শিয়া গোষ্ঠীর অন্তর্ভুক্ত, কিন্তু এক্ষেত্রে মেসির সাথে দেখা করাই তাদের কাল হয়ে দাঁড়ালো। এমনকি একটা সময় কাবুলেও পাঠিয়ে দেওয়া হয় মুর্তাজাকে। কিন্তু কাবুলেও বর্তমানে তালিবানদের সরকার। তার জেরেই এখন আশঙ্কায় দিন গুনছে মুর্তাজার পরিবার। আফগানিস্তান থেকে যেকোনো মূল্যে অন্য কোথাও চলে যেতে চান তারা। সোশ্যাল মিডিয়ায় এরজন্য কাতর আহ্বান জানাচ্ছে মেসির খুদে ফ্যান। পরিবারের তরফে আগেই জানানো হয়েছিল, “তালিবান চায় না আমরা ফুটবল খেলি। সর্বক্ষণ মেশিনগান কিংবা কালাশনিকভের আওয়াজ শুনছি, রকেট ছোড়া দেখতে পাচ্ছি। চারিদিকে শুধুই মানুষের চিৎকার।”

 

সম্পর্কিত খবর

X