বাংলা হান্ট ডেস্ক: যত দিন এগোচ্ছে ততই দেশজুড়ে বাড়ছে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা। পাশাপাশি, এখনও বর্ষার রেশ শেষ না হওয়ায় জমা জলে বংশবৃদ্ধি ঘটছে মশার। এমতাবস্থায়, চারিদিকে প্রশাসনিক স্তর থেকে ডেঙ্গি সচেতনতায় একাধিক পদক্ষেপ গৃহীত হলেও মিলছে না কোনো লাভ। এমনকি, ইতিমধ্যেই আমাদের রাজ্যেও ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। তবে, এবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজ থেকে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে।
জানা গিয়েছে, সেখানকার একটি হাসপাতালের বিরুদ্ধে ডেঙ্গি আক্রান্তকে প্লাজমা দেওয়ার পরিবর্তে মুসাম্বির রস দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি, ওই ঘটনায় মৃত্যুও হয়েছে এক রোগীর। এমতাবস্থায়, এই চাঞ্চল্যকর খবরটি সামনে আসতেই যে হাসপাতালটির বিরুদ্ধে অভিযোগটি উঠেছে সেটিকে সিল করে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। পাশাপাশি, বিষয়টির পরিপ্রেক্ষিতে সঠিক তদন্তেরও নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
ডাঃ এ কে তিওয়ারির নেতৃত্বে একটি দল এই তদন্ত করেছে। পাশাপাশি, ওই হাসপাতালের বাকি রোগীদের এখন অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে, এই ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য যে, ডেঙ্গি রোগীর চিকিৎসায় প্লাজমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু, এবার সেই প্লাজমা নিয়েই জালিয়াতির অভিযোগ সামনে এল।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৭ অক্টোবর উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ঝালওয়া অঞ্চলের গ্লোবাল হাসপাতালে ভর্তি হন ওই ডেঙ্গি আক্রান্ত ব্যক্তি। যদিও, ১৯ অক্টোবর প্রাণ হারান তিনি। এমতাবস্থায়, মৃতের পরিবার সূত্রে অভিযোগ তোলা হচ্ছে যে, প্লাজমা দেওয়ার পরিবর্তে ওই রোগীকে মুসাম্বির রস দেওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
प्रयागराज में मानवता शर्मसार हो गयी।
एक परिवार ने आरोप लगाया है कि झलवा स्थित ग्लोबल हॉस्पिटल ने डेंगू के मरीज प्रदीप पांडेय को प्लेटलेट्स की जगह मोसम्मी का जूस चढ़ा दिया।
मरीज की मौत हो गयी है।
इस प्रकरण की जाँच कर त्वरित कार्यवाही करें। @prayagraj_pol @igrangealld pic.twitter.com/nOcnF3JcgP
— Vedank Singh (@VedankSingh) October 19, 2022
এদিকে, ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি ভিডিও সামনে এসেছে। যেখানে, দেখা গিয়েছে প্লাজমার পাউচের ভেতরেই ভরা রয়েছে মুসাম্বির রস। পাশাপাশি, ওই ভিডিওতে একজন ব্যক্তি পুরো বিষয়টি উপস্থাপিত করেন। যদিও, হাসপাতাল সূত্রে দাবি করা হচ্ছে, ওই অসুস্থ রোগীর প্লেটলেট ১৭ হাজারে নেমে এসেছিল। এমতাবস্থায়, তাঁর আত্মীয়দের প্লাজমার ব্যবস্থা করতে বলার পর তাঁরা এসআরএন হাসপাতাল থেকে প্লাজমার পাঁচটি পাউচ নিয়ে আসেন। সেগুলির মধ্যে তিনটি পাউচ দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন ওই রোগী।
जनपद प्रयागराज में झलवा स्थित ग्लोबल हॉस्पिटल द्वारा डेंगू मरीज को प्लेटलेट्स की जगह मोसम्मी का जूस चढ़ा देने के वायरल वीडियो का संज्ञान लेते हुए मेरे द्वारा दिये गए आदेशों के क्रम में तत्काल हॉस्पिटल को सील कर दिया गया है एवं प्लेटलेट्स पैकेट को जाँच हेतु भेजा गया है
— Brajesh Pathak (@brajeshpathakup) October 20, 2022
এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক টুইট করে জানিয়েছেন, “একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে ডেঙ্গি রোগীকে প্লেটলেটের বদলে মুসাম্বি লেবুর রস দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তা দেখার পরই ওই হাসপাতাল সিল করা হয়েছে। পাশাপাশি, প্লেটলেটের পাউচগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে, হাসপাতালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।”