বেশ কয়েক দিন ধরে বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ চলছে । এর ফাঁকে টিম হোটেলে মুশফিককে নিয়ে মিটিংয়ে বসেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এবং দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। পাকিস্তানে যাওয়া নিয়ে আলোচনা করাই ছিলো তাদের একমাত্র লক্ষ।
কিন্তু, পাকিস্তানে যেতে না চাওয়ায় জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে মুশফিককে বাদ দিতে হবে বলে জানান ডমিঙ্গো-নান্নুরা। এই কথায় প্রচন্ড অপমানিত এবং ক্ষুব্ধ হয়ে যান মুশি। এই নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছে ইতিমধ্যে।এর আগেই অবশ্য এমন কিছুর ইঙ্গিত দেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। তিনি বলেন, আমরা মুশফিককে ডেকেছিলাম। তার সঙ্গে বসেছিলাম। পাকিস্তানে যাবে কিনা, জানতে চেয়েছিলাম। সে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে– যাবে না।প্রসঙ্গত, শেষমেশ তিন পর্বে পাকিস্তান সফরে যেতে রাজি হয় বাংলাদেশ। আর ইতিমধ্যে দুবার সফরও করে ফেলেছেন তারা।ওই দুবারের কোনো বারই দলের সঙ্গে যাননি মুশফিক। নিরাপত্তা অজুহাতে পারিবারিক আপত্তির কারণে সফর থেকে বিরত থাকেন তিনি।