“আইপিএলে ১৩ বার নাম লিখিয়ে একবারও দল পাইনি বাংলাদেশের মুশফিকুর, তাই নাগিন ডান্স করে দেখাক,” এইভাবে ট্রোল করা হচ্ছে মুশফিকুরকে।

কিছুদিন আগে ক্রিকেটে বেশ ফেমাস হয়ে ওঠেছিল বাংলাদেশি ক্রিকেটারদের নাগিন ডান্স। নাগিন ডান্স এর সূচনা ঘটেছিল বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা উইকেট রক্ষক মুশফিকুর রহিমের কাছ থেকে। কিন্তু ক্রিকেট মাঠে নাগিন ডান্স করলেও তিনি তার পারফরম্যান্স দিয়ে খুব একটা প্রভাব ফেলতে পারেনি ভারতীয় প্রিমিয়ার লিগ। বারবার আইপিএলে নিজের নাম নথিভুক্ত করা সত্ত্বেও তিনি অবিক্রিত থেকে গিয়েছেন। অর্থাৎ ভারতের কোন আইপিএল এর কোনো ফ্রাঞ্চাইজি মুশফিকুর রহিমকে নিজেদের দলে নেওয়ার ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ করেনি। আর ফের একবার এমন ঘটনা ঘটল মুশফিকুর রহিমের সাথে। আর তারপরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে ট্রোল হতে শুরু করেছেন মুশফিকুর রহিম।

এবার আইপিএল শুরুর আগে শোনা যাচ্ছিল মুশফিকুর রহিম নাকি এবার আইপিএলে নিজের নাম নথিভুক্ত করবেন না, কিন্তু শেষ পর্যন্ত তিনি তার নাম আইপিএল প্লেয়ার ড্রাফটে নথিভুক্ত করেন। আর এই নিয়ে মোট 13 বার আইপিএলে নিজের নাম নথিভুক্ত করলেও একবারও কোন আইপিএল ফ্রাঞ্চাইজি এই বাংলাদেশী উইকেট রক্ষক ব্যাটসম্যান কে নেওয়ার ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ করে নি।

19943410223b4d354cbf4c86d72dd3e8fd954b1d8

আর তারপর একটি ওয়েবসাইট এর তরফ থেকে মুশফিকুর রহিমকে বিদ্রুপ করে লেখা হয়েছে “13 বার আইপিএলে নিজের নাম নথিভুক্ত করার সত্বেও অবিক্রিত থেকে গিয়েছেন মুশফিকুর রহিম তাই এই আনন্দে তিনি সকলকে একবার নাগিন ডান্স করে দেখাক।” উল্লেখ্য এবারের আইপিএলে মুশফিকুর রহিম ছাড়াও অবিক্রিত থেকে গিয়েছেন মোহাম্মদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মোর্তজা।

Udayan Biswas

সম্পর্কিত খবর