বাংলা হান্ট ডেস্ক: প্রথমবারের মতো ভারত (India) সফরে আসছেন ইলন মাস্ক (Elon Musk)। যেখানে তিনি স্যাটকম এবং টেসলা সম্পর্কিত বড় ঘোষণা করতে পারেন। তবে, তার আগেই বড়সড় ধাক্কা খেয়েছেন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি ইলন মাস্ক। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হয়, এই ধাক্কার মূল্য ২৪ লক্ষ কোটি টাকারও বেশি। মূলত, টেসলার শেয়ার চলতি বছরে ২৭ শতাংশ কমেছে। যার কারণে কোম্পানিটির মার্কেট ক্যাপ ৫০০ বিলিয়ন ডলারের নিচে চলে এসেছে। আমরা যদি মঙ্গলবারের কথা বলি, সেক্ষেত্রে টেসলার শেয়ারে আড়াই শতাংশের বেশি পতন হয়েছে।
কতটা ক্ষতি হচ্ছে: উল্লেখ্য যে, ২০২৪ সালে টেসলার শেয়ারের দাম ক্রমাগত পতন হচ্ছে। যার প্রধান কারণ চাকরি ছাঁটাইয়ের ঘোষণা। এছাড়া উৎপাদন ও বিক্রিও কমেছে। কোম্পানিটির শেয়ারে দরপতনের কারণে মার্কেট ক্যাপ ৫০০ বিলিয়ন ডলারের নিচে চলে গেছে। মঙ্গলবার, কোম্পানির শেয়ার ১৫৩.৭৫ ডলারের লোয়ার লেভেলে চলে গেছে। এদিকে, বাজার বন্ধ হওয়ার সময়ে ওই কোম্পানির শেয়ারের দাম ২.৭ শতাংশ কমে ১৫৭.১১ ডলারে ছিল।
এই বছর এখনও পর্যন্ত, টেসলার শেয়ার ৩৭ শতাংশ কমেছে। যা ২০২৪ সালে S&P 500 সূচকে দ্বিতীয় বৃহত্তম পতন হিসেবে বিবেচিত হয়েছে। এমতাবস্থায়, কোম্পানির মার্কেট ক্যাপ তথা বিনিয়োগকারীরা ২৯০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থাৎ ২৪ লক্ষ কোটি টাকা হারিয়েছে। গত বছরের এপ্রিলের শেষের পর এই প্রথম কোম্পানিটির মার্কেট ক্যাপ ৫০০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে।
আরও পড়ুন: মোদী 3.0-র জমানায় ঢেলে সাজবে রেল! হবে ১০ থেকে ১২ লক্ষ কোটির বিনিয়োগ, সামনে এল পরিকল্পনা
কেন শেয়ার পতন হল: বিশেষজ্ঞদের মতে, কর্মীদের ছাঁটাই এবং ক্যাপাসিটি হ্রাসের কারণে টেসলার শেয়ারের পতন ঘটেছে। যার কারণে কোম্পানির বৃদ্ধির সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে। জেপি মরগানের মতে, টেসলা গাড়ির ডেলিভারি কমেছে চাহিদার অভাবে। এমতাবস্থায়, গত বছরের অক্টোবরে টেসলা অসুবিধার সম্মুখীন হয়।
আরও পড়ুন: থোরিয়াম বেসড নিউক্লিয়ার রিয়েক্টর তৈরিতে নজির! এবার বিশ্বের শক্তির আধার হয়ে উঠবে ভারত
এদিকে, কোম্পানিটি ওই সময়ে সতর্ক হয়েছিল যে ইভির চাহিদা কমে যাবে। এই ঘাটতির প্রভাব এই মাসেই দৃশ্যমান হয়েছে। টেসলা যখন তার মার্চ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করে সেখানে বিক্রির পরিসংখ্যান ছিল খুবই কম। কোম্পানিটি সাশ্রয়ী মূল্যের ইভি তৈরির সিদ্ধান্ত স্থগিত করেছে বলেও খবর পাওয়া গেছে। তার পরিবর্তে, তারা একটি রোবোট্যাক্সি তৈরির কথা ভাবছে বলে জানা গেছে। এই খবরে বিনিয়োগকারীদের প্রতিক্রিয়া ছিল নেতিবাচক।