৮ ডলারে Blue Tick বিক্রি করা ইলন মাস্ক নিজের জন্য অর্ডার করলেন ৬৪৬ কোটির জেট!

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই মাইক্রোব্লগিং সাইট টুইটার (Twitter) ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে কিনে ফেলেছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)। পাশাপাশি, মাস্কের টুইটার কেনার পর থেকেই ভেরিফায়েড অ্যাকাউন্টগুলিতে Blue Tick-এর ভিত্তিতে দাম চার্জ করার বিষয়টিও সামনে আসতে শুরু করেছে। এদিকে, জানা গিয়েছিল যে, এবার থেকে Blue Tick-এর জন্য খরচ করতে হবে ৮ ডলার। ঠিক সেই আবহেই মাস্ক সম্পর্কিত আরও একটি অবাক করা তথ্য সামনে এল। জানা গিয়েছে, ইতিমধ্যেই মাস্ক একটি বিলাসবহুল প্রাইভেট জেটের অর্ডার করেছেন। যেটির দাম পড়বে ৭৮ মিলিয়ন ডলার।

Gulfstream G700 করা হয়েছে অর্ডার: এই প্রসঙ্গে বিজনেস ইনসাইডারের একটি প্রতিবেদনে Austonia-কে উদ্ধৃত করে এই সম্পর্কিত তথ্য সামনে নিয়ে আসা হয়েছে। জানিয়ে রাখি যে, টেসলা, স্পেসএক্স এবং টুইটারের মতো সংস্থাগুলির মালিক ইলন মাস্ক প্রাইভেট জেটের অন্যতম বড় ভক্ত। এমতাবস্থায়, বর্তমানে তিনি তাঁর প্রাইভেট জেটের সংগ্রহে আরও একটি নতুন অতিথি যুক্ত করার মনস্থির করেছেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, তিনি নিজের জন্য এবার Gulfstream G700 জেট অর্ডার করেছেন।

২০১৯ সালে হয়েছিল লঞ্চ: Gulfstream G700 হল একটি বিলাসবহুল এবং অত্যাধুনিক জেট। ২০১৯ সালের অক্টোবর মাসে এটি লঞ্চ হয়েছিল। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ইলন মাস্ক তাঁর বেশিরভাগ ভ্রমণ নিয়মিতভাবে আকাশপথে সম্পন্ন করেন। শুধু তাই নয়, ২০১৮ সালেই মাস্ক তাঁর G650ER জেটের মাধ্যমে প্রায় ১,৫,০০০ মাইল ভ্রমণ করেছিলেন। তবে, এখনও পর্যন্ত এই নতুন জেট কেনার বিষয়ে ইলন মাস্ক বা তাঁর বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলার পক্ষ থেকে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

১৯ জন হতে পারবেন সওয়ার: Gulfstream-এর সবচেয়ে নতুন বিমানগুলির মধ্যে অন্যতম একটি হল G700। এই জেটটি তাঁর একাধিক বিলাসবহুল বৈশিষ্ট্যগুলির জন্যও সমধিক পরিচিত। তবে, এটির উড়ানের ক্ষেত্রে খরচও অনেক বেশি। এই প্রসঙ্গে লিবার্টি জেটের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, প্রায় ৪০০ ঘণ্টা ওড়ার জন্য এই বিমানে ৩.৫ মিলিয়ন ডলারের খরচ হয়। পাশাপাশি, এই প্রাইভেট জেটটিতে ১৯ জন সওয়ার হতে পারেন।

WhatsApp Image 2022 11 05 at 1.31.35 PM

রয়েছে একাধিক সুবিধা: Gulfstream অনুসারে জানা গিয়েছে যে, এই জেটের দৈর্ঘ্য হল ১০৯ ফুট ১০ ইঞ্চি এবং উচ্চতা হল ২৫ ফুট ৫ ইঞ্চি। এটির সর্বাধিক রেঞ্জ হল ৭,৫০০ নটিক্যাল মাইল। পাশাপাশি, জেটটি জর্জিয়া থেকে জেনেভা পর্যন্ত দূরত্ব ৭ ঘন্টা ৩৭ মিনিটে অতিক্রম করতে পারে। এছাড়া এতে রয়েছে ওয়াই-ফাই সিস্টেম, ২০ টি জানালা এবং দু’টি বড় টয়লেট। পাশাপাশি, বিনোদন স্যুট এবং ডাইনিং স্পেসও অন্তর্ভুক্ত রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর