“কেউ কিছু জানে না”, টুইট করলেন টুইটারের কো-ফাউন্ডার জ্যাক ডরসি! প্রতিক্রিয়া জানালেন মাস্ক

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই ইলন মাস্ক (Elon Musk) জনপ্রিয় মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম টুইটার (Twitter)-কে কিনে নেওয়ার পর থেকে একাধিক রদবদল শুরু হয়েছে। এমনকি, বিপুলসংখ্যক কর্মী ছাঁটাইয়ের কারণেও প্রশ্নের মুখে পড়েছে ওই প্ল্যাটফর্ম। তবে, টুইটার কিনে নেওয়ার পর থেকেই সেটিকে নতুন রূপ দিতে ব্যস্ত মাস্ক। এমতাবস্থায়, টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি (Jack Dorsey) বৃহস্পতিবার সকালে একটু টুইট করেন। যার পরিপ্রেক্ষিতে উত্তর দিয়েছেন মাস্ক।

এদিকে, ওই টুইট ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে। মূলত, ওই টুইটে ডরসি বলেন, “কেউ কিছু জানে না।” এর জবাবে মাস্ক বলেন, “ম্যাজিক সব জানে।” এমতাবস্থায়, টুইটারের “ব্লু টিক” ভেরিফিকেশন পদ্ধতিতে সংশোধনী নিয়ে আসার আবহে এই টুইট সকলকেই আকৃষ্ট করেছে।

মাস্ক এবং ডরসির মধ্যে হয় তর্ক: ইতিমধ্যেই মাস্ক টুইটারের মালিকানা পাওয়ার পর প্রথম দুই সপ্তাহে বেশ কিছু দ্রুত পরিবর্তন ও বিশৃঙ্খলা পরিলক্ষিত হয়। শুধু তাই নয়, “বার্ডওয়াচ” অনুষ্ঠান এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের দৃষ্টিভঙ্গি নিয়ে গত সপ্তাহে মাস্ক এবং ডরসির মধ্যে তর্কও হয়েছিল।

ছাঁটাইয়ের পর ক্ষমা চেয়েছেন মাস্ক: এদিকে, এর আগে টুইটারের মালিকানা পাওয়ার পর তাঁর উচ্চাভিলাষী সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে কোম্পানিটি তার প্রায় ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করে ফেলে। যার পরিপ্রেক্ষিতে মাস্ক টুইটার কর্মীদের কাছে ক্ষমা চেয়েছিলেন। পাশাপাশি, মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মের দ্রুত সম্প্রসারণের ক্ষেত্রে তিনি দুঃখ প্রকাশও করেছেন।

ক্ষমা চেয়ে টুইট করেন: এমতাবস্থায় তিনি একটি টুইটে জানান, “টুইটারে অতীত এবং বর্তমানের লোকেরা শক্তিশালী এবং স্থিতিস্থাপক। সময় যতই কঠিন হোক না কেন তারা সবসময় একটি উপায় খুঁজে বের করবে। আমি জানি অনেকেই আমার উপর ক্ষুব্ধ। সবার এই অবস্থা কেন, তার দায় আমার। আমি খুব দ্রুত কোম্পানির আকার বৃদ্ধি করেছি। আমি সেটার জন্য ক্ষমা চাইছি।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর