আসছে মাস্কড আধার! ব্যাংকের তথ্য এবার থাকবে সম্পূর্ণ সুরক্ষিত, দেখুন কীভাবে বানাতে হয় এই কার্ড

বাংলাহান্ট ডেস্ক : আধার কার্ড (Aadhaar Card) জালিয়াতি এখন সাধারণ মানুষের চিন্তার অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে আধার কার্ডের বায়োমেট্রিক জাল করে দুষ্কৃতীরা সাফ করে দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। এছাড়াও আধার কার্ডের তথ্য চুরি করে হ্যাক করা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট।

গোটা দেশের সাথে বাংলাতেও ব্যাংক প্রতারণা মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সাইবার বিশেষজ্ঞ ও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে আধার কার্ডের বায়োমেট্রিক লক করে রাখতে। তবে বায়োমেট্রিক লক করা ছাড়াও অন্য একটি পন্থা রয়েছে যা ব্যবহার করলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে।

আরোও পড়ুন : হাওড়া থেকে আরও দুটি বন্দে ভারত চালু হচ্ছে সোমবার! কোন কোন রুটে চলবে নতুন এই ট্রেন?

আমরা কথা বলছি মাস্কড আধার সম্পর্কে। সাধারণ আধার কার্ডের মতোই এই মাস্কড আধার সব জায়গায় বৈধ। এই মাস্কড আধার কার্ড ব্যবহার করেও আপনি আপনার কাজ সম্পন্ন করতে পারেন। আসলে সাধারণ আধার কার্ডের একটি মাস্কড ভার্সন হচ্ছে এই কার্ড। মাস্কড আধার কার্ডে প্রথম আটটি সংখ্যা লুকানো থাকে, শেষের চারটি ডিজিট শুধু দেখা যায়।

আরোও পড়ুন : ভুলে যান লক্ষীর ভান্ডার! পশ্চিমবঙ্গ সরকারের এই নয়া প্রকল্পে প্রতিদিন মিলবে ৩০০টাকা

যদি কোনও কারণে আধার কার্ড হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে সেই ব্যক্তির তথ্য চুরির বা জালিয়াতির সম্ভাবনা অনেকটাই কমে যায়। আর্থিক কাজের পাশাপাশি অন্য যে কোনও কাজে ব্যবহার করতে পারবেন এই মাস্কড আধার। এই কার্ডে আধার নম্বরের পাশাপাশি সুরক্ষিত থাকে নাম, লিঙ্গ, ঠিকানা, জন্ম তারিখ এবং কিউআর কোড।

UIDAI’র তথ্য অনুযায়ী হোটেল বুকিং করতে, টিকিট কাটতে বা অন্যান্য কাজে ব্যবহার করা যেতে পারে এই মাস্কড আধার। তবে সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে এই কার্ড কাজে আসবেনা। কারণ সরকারি পরিষেবা পেতে গেলে আপনাকে বারো ডিজিটের আধার নম্বর উল্লেখ করতে হয়। মাস্কড আধার ডাউনলোড করবেন কীভাবে?

 

Aadhaar card

আপনাকে প্রথমে UIDAI’র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে ‘My Aadhaar’ অপশনে ক্লিক করে ‘Download Aadhaar’ ট্যাবে ক্লিক করতে হবে। তারপর সেখানে আপনাকে টাইপ করতে হবে আধার নম্বর/এনরলমেন্ট আইডি অথবা ভার্চুয়াল আইডি। এরপর আপনাকে ক্লিক করতে হবে ‘ I Want to Masked Aadhaar’ বক্সে। এরপর আপনার কাছে আসবে একটি ওটিপি। ওটিপি এন্টার করার পর আপনি অনায়াসে ডাউনলোড করতে পারবেন মাস্কড আধার।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর