রকেট গতি, দামে সস্তা! Jio-কে টেক্কা দিতে আগামী মাসে ভারতে লঞ্চ হবে মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের হিসেবে বিবেচিত ইলন মাস্কের (Elon Musk) বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা Tesla-র ভারতে কারখানা স্থাপন সংক্রান্ত সরকারের সাথে আলোচনার বিষয়টি খবরের শিরোনামে উঠে এসেছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার ফের একটি বড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার ইলন মাস্কের আরেকটি সংস্থা SpaceX-এর Starlink স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শীঘ্রই ভারতে শুরু হতে চলেছে।

উল্লেখ্য যে, এই Starlink স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা বিশ্বজুড়ে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। এমতাবস্থায়, এই পরিষেবাই এবার ভারতে শুরু হতে চলেছে। অনুমান করা হচ্ছে যে, আগামী ১০ অক্টোবরের মধ্যে হয়তো এই পরিষেবা লঞ্চ হতে পারে। ইতিমধ্যেই এই বিষয়ে Starlink-এর তরফে কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে।

   

Musk's Starlink satellite internet will be launched in India next month

মূলত, এই পরিষেবা শুরু করার আগে, Starlink স্যাটেলাইটকে সরকারের কাছ থেকে গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন বাই স্যাটেলাইট (GMPCS) লাইসেন্স নিতে হবে। যেটি ইলন মাস্কের কোম্পানি অক্টোবরেই পেতে পারে। এরপরে, SpaceX ভারতে স্যাটেলাইটের মাধ্যমে তৃতীয় ইন্টারনেট সরবরাহকারী সংস্থা হয়ে উঠবে।

আরও পড়ুন: ২০০০ টাকার নোট নিয়ে ফের বড় ঘোষণা করতে পারে RBI, উপকৃত হবেন কোটি কোটি মানুষ

এদিকে, এই লাইসেন্স পাওয়ার পর, Starlink-এর জন্য তার ব্রডব্যান্ড পরিষেবাগুলি শুরু করা সহজ হবে। যেটি সামগ্রিকভাবে ইন্টারনেট পরিষেবার আরও উন্নতি করবে বলে অনুমান করা হচ্ছে। জানিয়ে রাখি যে, SpaceX এই পরিষেবা শুরু করার ক্ষেত্রে আগে থেকেই বিভিন্ন পরিকল্পনা করে রেখেছে। যার মধ্যে স্যাটেলাইটের অবস্থান, ডেটা স্টোরেজ এবং ভারতে ব্রডব্যান্ড পরিষেবার অন্তর্ভুক্ত করার মতো বিষয় যুক্ত রয়েছে।

আরও পড়ুন: সাইকেলে বিক্রি করতেন ডিটারজেন্ট, এখন কয়েক হাজার কোটির মালিক! Nirma-র সফলতা অবাক করবে

উল্লেখ্য যে, SpaceX গত বছরের অক্টোবরে GMPCS লাইসেন্স পাওয়ার জন্য আবেদন জানিয়েছিল এবং সংস্থাটি ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টারের (IN-SPACE) কাছ থেকেও অনুমোদন চেয়েছিল। এমতাবস্থায়, মনে করা হচ্ছে যে, আগামী অক্টোবর মাসেই SpaceX লাইসেন্স পেয়ে যাবে এবং ভারতে Starlink স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার মাধ্যমে ফাস্ট ইন্টারনেট উপলব্ধ হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর