‘নিরাপদ নয় কলকাতার মুসলিম এলাকা’ বিতর্কিত মন্তব্য বিবেক অগ্নিহোত্রীর! পাল্টা জবাব বাবুলের

বাংলা হান্ট ডেস্ক : বিবেক অগ্নিহোত্রীকে (Vivek Agnihotri) আবহাওয়া বেশ উত্তপ্ত। কলকাতা নিয়ে টুইট করে এবার বিতর্কের মুখে পড়লেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবির পরিচালক। কলকাতায় (Kolkata) একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল চিত্র পরিচালকের। শেষ মুহূর্তে অনুষ্ঠানের স্থান বেগবাগান এলাকার কোয়েস্ট শপিং মল থেকে সরিয়ে দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলে হয়ে যাওয়ায় একটি বিতর্কিত টুইট করেন বিবেক। এরপরই শুরু হয় বিতর্কের।

বিবেক এদিন টুইট করে লেখেন, ‘কলকাতাবাসী আপনাদের জানাচ্ছি যে নিরাপত্তার কারণে আমার বই আরবাননক্সাল বই স্বাক্ষরের স্থানটি কোয়েস্ট মল থেকে স্টারমার্ক বুক শপ, সাউথ সিটি মলে সরানো হয়েছে। আমাকে জানানো হয়েছে যেহেতু কোয়েস্ট মল একটি মুসলিম এলাকা, তাই এটি নিরাপদ নয়। এটাই আধুনিক বাংলার কী ট্র্যাজেডি।’ বিবেকের এমন টুইট দেখেই নিন্দায় সরব নেট নাগরিকদের একাংশ।

vivek

তবে এখানেই বিতর্কের শেষ নয়। বিবেকের এই টুইটকে রি-টুইট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। সঙ্গে তিনি একটি ভিডিও শেয়ার করেন। সেই টুইটে তিনি লেখেন, ‘অবাক হওয়ার কিছুই নেই। তীব্র গরমের কারণে কোয়েস্ট মলের আশপাশের এলাকাবাসী গরম থেকে বাঁচতে মলের ভিতর ঢুকে পড়ে। এই ঘটনায় কেউ কিছুই করতে পারেনি। এমনকী, পুলিসও নয়। ‘

এদিকে বিবেকের টুইটের জবাব দেন বালিগঞ্জ এলাকার বিধায়ক বাবুল সুপ্রিয়। বাবুল এদিন টুইট করে লেখেন, ‘প্রিয় বিবেক অগ্নিহোত্রী, আপনি আমার চলচ্চিত্র সম্প্রদায়ের একজন সহকর্মী এবং আপনার স্ত্রী পল্লবীর সঙ্গে আমার পরিচিতি দীর্ঘকাল ধরে। কোয়েস্ট মলটি আমার এমএলএ নির্বাচনী এলাকা বালিগঞ্জে রয়েছে। আমার শুনে খারাপ লাগছে যে আপনার ইভেন্টটি এই জায়গা থেকে সরিয়ে নিয়ে যেতে হয়েছে এবং তা আপনার বলা কারণের জন্য।’

বাবুল সুপ্রিয়র এই টুইট দেখে তাঁর উত্তরে বিবেক আবার লেখেন, ‘আপনি যেহেতু বিধায়ক, আপনি কি আমার নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবেন। নাকি আমার মতোই আপনি অসহায়।’ সেই টুইটেরও পালটা উত্তর দেন বাবুল।
বাবুল লেখেন, ‘আমি অসহায় নই। আমি যখন বিজেপিতে ছিলাম তখন বিনা কারণে আমাকে দাঙ্গাবাজ বলা হয়েছিল। দয়া করে অনুষ্ঠানের একদিন আগে কলকাতায় আসুন। আপনাকে সেরা বুক রিলিজ অনুষ্ঠান উপহার দিতে চাই আমরা।’ তবে বাবুল সুপ্রিয়র এই টুইটের কোনও প্রতিক্রিয়া দেননি বিবেক অগ্নিহোত্রী।


Sudipto

সম্পর্কিত খবর