‘ডোর বেল খারাপ, দরজা খুলতে হলে মোদী মোদী চিল্লান” মুসলিম বস্তির প্রতিটি ঘরের বাইরে দেখা গেলো এক পোস্টার

বাংলা হান্ট ডেস্কঃ হরিয়ানার আম্বালা জেলার এক মুসলিম বস্তির মানুষ তাঁদের ঘরের বাইরে এক অভিনব পোস্টার লাগিয়েছেন। ওই পোস্টারে লেখা, ‘ডোর বেল খারাপ আছে, দরজা খোলার জন্য দয়া করে মোদী মোদী চিল্লান।” এই পোস্টার কেন লাগানো হয়েছে? আর এর পিছনে কি কারণ আছে? সেটা জানার জন্য সেখানকার মানুষের সাথে কথা বলে জানা যায় যে, নির্বাচনে ভোট চাইতে অনেক প্রার্থী তাঁদের বাড়িতে আসছেন, আর তাঁরা বারবার ডোর বেল বাজাচ্ছে। আর এই পোস্টার সেই প্রার্থীদের জন্যই লাগানো হয়েছে, যাতে তাঁরা ডোর বেল না বাজায়। কারণ এই সব ঘরের দরজা, শুধু মোদী মোদী বলা মানুষদের জন্যই খুলবে।

doorbell 110419 103820

মুসলিম বস্তিতে থাকা মহিলারা জানান, যেভাবে প্রধানমন্ত্রী মোদী তিন তালাক বিল পাশ করিয়েছেন, সেটা তাঁদের কাছে বড় উপলব্ধি। কারণ সমাজে কিছু মানুষ তাঁদের টেলিফোন আর হোয়াটসঅ্যাপে তিন তালাক দিয়ে মহিলাদের সম্পূর্ণ সন্মান কেড়ে নেয়। কিন্তু নরেন্দ্র মোদীর তিন তালাক বিল পাশ করানোর পর এবার থেকে এই কুপ্রথা আর চলবেনা।

ambala modi poster 750 1571124576 618x347

মুসলিম মহিলারা জানান, আইন আর পুলিশের ভয়ে তালাকের মামলা এখন অনেক অনেক কমে গেছে। বস্তির প্রতিটি মানুষই এই পোস্টারের পিছনে একটিই কথা বলছেন যে, তাঁদের ভোট শুধু মোদীর কাছে যাবে। ওনারা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের জন্য অনেক কাজ করেছেন বলেই, এই পোস্টার লাগানো হয়েছে। আয়ুষ্মান যোজনা, উজ্বলা যোজনা এরকম বহু প্রকল্পের মাধ্যমে নরেন্দ্র মোদী দেশের মানুষদের উপকার করেছেন। মুসলিম বস্তির মানুষেরা জানান, তাঁদের একমাত্র নেতা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই তাঁরা চায়না যে অন্য কোন প্রার্থী এসে তাঁদের কাছে ভোট চাক।


Koushik Dutta

সম্পর্কিত খবর