আস্ত চুনি খোদাই করে তৈরি! হীরে-পান্না খচিত মুকুট হিন্দু মন্দিরে দান করলেন মুসলিম শিল্পী, জানালেন…..

বাংলাহান্ট ডেস্ক : প্রতিবেশী বাংলাদেশে যখন প্রায় প্রতিদিন সংখ্যালঘুদের উপরে অত্যাচারের ঘটনা প্রকাশ্যে আসছে, তখনই ভারতে দেখা গেল সর্বধর্ম সহিষ্ণুতার এক অনন্য নজির। বহুমূল্য রত্নখচিত এক অসাধারণ মুকুট (Ruby Crown) হিন্দু মন্দিরে দান করলেন এক মুসলিম শিল্পী। নিঃসন্দেহে এ এক অনন্য নজির। কথায় বলে, শিল্পের কোনো জাত পাত ধর্ম হয় না। দেশ বা ধর্মের বেড়াজালে আটকে রাখা যায় না শিল্পকে। তারই প্রমাণ মিলল তামিলনাড়ুতে। সেখানকার তিরুচিরাপল্লীর শ্রীরঙ্গম রঙ্গনাথের মন্দিরে রত্নখচিত এক মহামূল্যবান মুকুট (Ruby Crown) দান করেছেন নৃত্যশিল্পী জাহির হুসেন। নৃত্যশিল্পের ক্ষেত্রে উল্লেখযোগ্য নাম জাহির হুসেন। তাঁর ভরতনাট্যমের দক্ষতা চমকপ্রদ। এবার এই কাজের জন্যও ভূয়সী প্রশংসা কুড়ালেন তিনি।

কী বিশেষত্ব রয়েছে এই মুকুটে (Ruby Crown)

কিন্তু কী এমন বিশেষত্ব রয়েছে এই মুকুটে? রিপোর্ট অনুযায়ী, মুকুটটি তৈরি হয়েছে একটি বড়সড় চুনি খোদাই করে। জানা যাচ্ছে, এই চুনির ওজন প্রায় ৩১৬৯ ক্যারেট। সঙ্গে লাগানো রয়েছে ৬০০ টি হীরে। এছাড়াও অসংখ্য পান্না ব্যবহার করা হয়েছে মুকুটে (Ruby Crown)। এখানেই শেষ নয়। সোনার কারুকাজ করা রয়েছে সমগ্র মুকুটে। মন্দিরের তরফে জানানো হয়েছে, এর আগে কোনো ভক্তই এমন উপহার দেননি।

Muslim artist donated ruby crown in hindu temple

কত বছর ধরে তৈরি হয়েছে মুকুটটি: মুকুটটির (Ruby Crown) বিষয়ে শিল্পী জাহির হুসেন জানান, পাথরটি খুঁজে পাওয়া গিয়েছিল রাজস্থানে। একটি ঠিকঠাক চুনি খুঁজতেই সময় লেগে গিয়েছিল প্রায় তিন বছর। তিনি বলেন, কাজটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল। পাথরটি যারা খোদাই করছিলেন তারা জানিয়েই দিয়েছিলেন যে, যদি পাথরটিতে চিড় ধরে বা ভেঙে যায় তাহলে তাঁকেই পুরো টাকাটা দিতে হবে। তবে ভালোয় ভালোয় পুরো কাজটাই হয়ে গিয়েছে।

আরো পড়ুন : তর্জন-গর্জনই সার! ভারত এই জিনিসগুলির রফতানি বন্ধ করলেই উজাড় হবে বাংলাদেশ, রইল তালিকা

হঠাৎ এমন ভাবনা এল কীভাবে: তিনি আরো জানান, শিল্পী গোপাল দাস দীর্ঘ আট বছর ধরে তৈরি করেছেন মুকুটটি (Ruby Crown)। সারা বিশ্বে এটাই একমাত্র এমন মুকুট। অনেক বছর ধরে জমিয়ে রাখা টাকার একটা অংশ এই মুকুট (Ruby Crown) তৈরিতে খরচ করেছেন বলে জানান জাহির হুসেন। তবে টাকার অঙ্কটা খোলসা করেননি তিনি। কিন্তু হঠাৎ এমন মুকুট দান করার চিন্তা কীভাবে আসে তাঁর মাথায়?

আরো পড়ুন : পাকিস্তান-বাংলাদেশের থেকেও ওপরে! সবথেকে বেশি সাংবাদিক খুন করেছে এই দেশ, নাম জানলে চমকে উঠবেন

শিল্পী জানান, তিনি যখন ভগবানের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছিলেন তখনই তাঁর মাথায় প্রথম এই চিন্তাটা আসে। তাঁর কথায়, জন্মসূত্রে তাঁর ধর্ম যাই হোক না কেন, একজন ভক্ত হিসেবে ঈশ্বরের প্রতি মনের ভক্তি প্রকাশ করেছেন তিনি। শ্রীরঙ্গনাথও তাঁর আরাধ্য দেবতা। এখানে ধর্মের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন জাহির হুসেন।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর