ওয়াকফ-বিতর্কে নীরব থাকাই হল কাল! রাহুল-প্রিয়াঙ্কার ওপর রেগে লাল মুসলিমরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ওয়াকফ-বিতর্কে উত্তাল দেশ। প্রথম থেকেই এই বিলের তীব্র বিরোধিতা করে আসছে বিরোধীরা। একে ‘সংবিধান বিরোধী’ তথা সাম্প্রদায়িক বলেও সংসদে সোচ্চার হয়েছে বিরোধী ইন্ডিয়া শিবির। কিন্তু শেষমেষ ভোটাভুটিতে লোকসভায় পাশ হয়ে গিয়েছে ওয়াকফ বিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে থেকেছেন শাসক দলের নেতৃত্বে। কিন্তু অদ্ভূত ভাবে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) দেখা গেল সম্পূর্ণ রূপে ‘মৌন’। সংসদে বিল বিতর্কের সময় একটি শব্দও খরচ করতে শোনা যায়নি তাঁকে। আর প্রিয়াঙ্কা গান্ধী তো সংসদেই আসেননি। এই দুই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ একাধিক মুসলিম সংগঠন। বিশেষ করে কেরলের মুসলিম সংগঠন ইয়াথুল উলেমার রোষের মুখে পড়েছে গান্ধী পরিবার।

সংসদে ওয়াকফ বিতর্কে নীরব রাহুল গান্ধী (Rahul Gandhi)

দীর্ঘ ২৪ ঘন্টার বিতর্কের পর লোকসভায় ওয়াকফ বিল পাশ করাতে পেরেছে মোদী সরকার। এই বিতর্কের সময়ে সংসদে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। অন্যান্য দলীয় সাংসদদের ভাষণও শুনেছেন। কিন্তু নিজে ভাষণ দেননি। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী অদ্ভূত ভাবে সংসদে গরহাজির এই বিশেষ দিনে। দুই ঘটনাই কি কাকতালীয় নাকি পুরোটাই পূর্ব পরিকল্পিত? বিরোধী দলনেতার এহেন আচরণে অবশ্য ক্ষুব্ধ এবং বিরক্ত একাধিক মুসলিম সংগঠন।

Muslim board slammed rahul gandhi over waqf bill

ক্ষুব্ধ কেরলের মুসলিম সংগঠন: কেরলের ইয়াথুল উলেমার মুখপত্র ‘সুপ্রভাতম’ এর সম্পাদকীয়তে কটাক্ষ শানিয়ে বলা হয়েছে, ওয়াকফ নিয়ে আলোচনার সময়ে প্রিয়াঙ্কা গান্ধী যেভাবে সংসদে অনুপস্থিত থাকলেন তা গণতন্ত্রে কালো দাগের মতো। যে বিল মুসলিমদের মৌলিক অধিকার হরণ করে, তা যখন সংসদে পাশ করানো হল, তখন গরহাজির থাকলেন প্রিয়াঙ্কা গান্ধী, যা অত্যন্ত নিন্দনীয়। এমনকি রাহুল গান্ধীও (Rahul Gandhi) একটা কথাও বললেন না।

আরো পড়ুন : বাসন্তী পুজোতেও দুষ্কৃতীদের তাণ্ডব! প্যান্ডেলে লাগিয়ে দেওয়া হল আগুন, তুমুল হইচই উত্তর ২৪ পরগনায়

কেন এই নীরবতা: অনেকে অবশ্য বলছেন, রাহুল গান্ধীর (Rahul Gandhi) এই নীরবতা পরিকল্পিত। আসলে আগামী কয়েক বছরে পরপর পশ্চিমবঙ্গ, বিহার, অসম, তামিলনাড়ু, গুজরাটের মতো রাজ্যগুলিতে রয়েছে ভোট। ওই নির্বাচনগুলিতে মুসলিম ভোটের পাশাপাশি হিন্দু ভোটেরও প্রয়োজন রয়েছে কংগ্রেসের। সেই কারণেই সম্ভবত ওয়াকফ বিলের সরাসরি বিরোধিতা করা থেকে নিজেকে বিরত রাখলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তবে এতে একটা বড় ঝুঁকিও নিয়ে ফেলেছে গান্ধী পরিবার।

আরো পড়ুন : এবার এই মহাদেশের সাথে বাড়বে সুসম্পর্ক! চার দিনের সফরে ২ টি দেশে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি

উল্লেখ্য, কেরল বরাবর কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি হয়ে থেকেছে। আর ওই রাজ্যে সংখ্যালঘুদের একটা বড় অংশের উপরে বড়সড় প্রভাব রয়েছে ইয়াথুল উলেমার। এমতাবস্থায় সংগঠনকে চটালে পরবর্তীতে বিধানসভায় সংখ্যালঘু ভোট পাওয়া নিয়ে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে কংগ্রেসের জন্য।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X