বিরল নজির!রোজা ভেঙে হিন্দু বোনকে রক্ত দিল মুসলিম যুবক

বাংলা হান্ট ডেস্ক: সব ধর্মের উপরে যে মানবতার ধর্ম তার প্রমান দিলেন ওসমান গনি শেখ। ওসমান থাকেন নদীয়াতে। ওসমানের রোজা চলছে এখন,সেই রোজা ভেঙে দিয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত কিশোরীকে রক্ত দিলেন নদীয়ার এই যুবক।
71356 images 3
কিশোরীর বাবা ওসমানের সঙ্গে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করেন।রক্ত দিতে রাজি হয়ে যান ওসমান। ওসমান বলেন, “আমার ফেসবুক প্রোফাইলে ফোন নম্বর এবং ব্লাড গ্রুপ দুটোই রয়েছে সেখানে আমি বলে দিয়েছি মানুষের রক্তের দরকার হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।”

সম্পর্কিত খবর