বাংলা হান্ট ডেস্ক: গাজিয়াবাদে এক মুসলিম দম্পতি পূর্ণ রীতিনীতি মেনে হিন্দু ধর্মে (Hinduism) ধর্মান্তরিত হয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওই দম্পতি দীর্ঘদিন ধরে হিন্দু রীতিনীতি মেনে চলছিলেন।
হিন্দু ধর্মে (Hinduism) ধর্মান্তরিত মুসলিম দম্পতি:
ইতিমধ্যেই এই প্রসঙ্গে গাজিয়াবাদ হিন্দু রক্ষা দলের জাতীয় সভাপতি পিঙ্কি চৌধুরী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন। ওই ভিডিওতে দম্পতিকে একসাথে দেখা গিয়েছে।
যেখানে ওই যুবক জানান যে, “আমি অনেক দিন ধরে সনাতন ধর্ম সম্পর্কে অধ্যয়ন করছিলাম। এরপর আমি হিন্দু ধর্ম (Hinduism) গ্রহণ করেছি।” তিনি আরও বলেন তাঁর নাম ছিল রইস। কিন্তু, এখন তিনি সমীর হয়েছেন।
আরও পড়ুন: চিন সীমান্তে উপস্থিত হবে সাক্ষাৎ “যম”, দক্ষিণ কোরিয়ার কাছ থেকে ভারত পাচ্ছে মোক্ষম “মারণাস্ত্র”
পাশাপাশি তিনি জানান, “আমার স্ত্রীর নাম ছিল মরিয়ম। এখন সে সোনি হয়েছে। আমরা আমাদের নিজেদের ইচ্ছায় ধর্ম পরিবর্তন করেছি। গাজিয়াবাদ হিন্দু (Hinduism) রক্ষা দল আমাকে ধর্ম সম্পর্কে তথ্য দিয়েছে। এরপর, আমরা আমাদের নিজের ইচ্ছায় ধর্ম পরিবর্তন করেছি।” বিষয়টির পরিপ্রেক্ষিতে গাজিয়াবাদ রাষ্ট্রীয় হিন্দু রক্ষা দলের সভাপতি বলেছেন যে, “আমরা এই পরিবারকে পূর্ণ সহায়তা প্রদান অব্যাহত রাখব।”
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! Treasure NFT-তে বিনিয়োগ করলেই হবে বিপদ, সাবধান করে কী জানাল পশ্চিমবঙ্গ পুলিশ?
এর আগেও এক মুসলিম দম্পতি তাঁদের ধর্ম পরিবর্তন করেছেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত জানুয়ারি মাসেও গাজিয়াবাদে এক মুসলিম দম্পতি পূর্ণ রীতিনীতি মেনে হিন্দু ধর্ম (Hinduism) গ্রহণ করেছিলেন। ওই দম্পতি গত ৭ থেকে ৮ বছর ধরে হিন্দু ধর্ম পালন করে আসছিলেন এবং হিন্দুদের সমস্ত আচার-অনুষ্ঠান ও ঐতিহ্য মেনে তাঁদের জীবনযাপন করতেন। এরপর প্রিন্স হন শিবকুমার ভরদ্বাজ এবং তাঁর স্ত্রী হন সাক্ষী ভরদ্বাজ। হিন্দু রক্ষা দলের সভাপতি পিঙ্কি চৌধুরীর নেতৃত্বেই ওই পরিবারও হিন্দু ধর্ম গ্রহণ করে।