যোগিরাজ্যে ঘর ওয়াপসি! হিন্দু যুবককে বিয়ে করে আয়েশা থেকে আশা, ধোপে টিকল না অপহরণের অভিযোগ

বাংলা হান্ট ডেস্ক : ফের ঘর ওয়াপসি (Ghar Wapsi) যোগিরাজ্যে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজফফর নগরে এক মুসলিম তরুণী গ্রহন করলেন হিন্দু ধর্ম। আয়েশা নামের ওই তরুণী গত ১৬ জুন শুক্রবার ফরিদাবাদের এক হিন্দু যুবককে বিয়ে করে নেন। ওই যুবকের নাম রবি।

একই সঙ্গে নিজের নামও পরিবর্তন করেন ওই তরুণী। আয়েশা থেকে তিনি এখন আশা। তিনি প্রশাসনকে জানান, কারুর জোর করায় নয়, তিনি নিজের ইচ্ছায় গ্রহণ করেছেন হিন্দু ধর্ম। আয়েশার বাড়ি উত্তরপ্রদেশের মুজফফরনগরের তিতাবীতে।

জানা যাচ্ছে, ১৫ জুন বৃহস্পতিবার আয়েশার বাবা নিজের ১৮ বছরের কন্যাকে অপহরণ করা হয়েছে এমন অভিযোগ করে পুলিসের দারস্থ হন। ওই ব্যক্তির নাম শাকিল। তিনি রবি নামের ওই যুবকের বিরুদ্ধে আয়েশাকে ফুসলিয়ে বিয়ে করার অভিযোগ করেন। অভিযুক্ত রবি পাশের গ্রামেরই ছেলে। পুলিস রবির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৬ ধারায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে।

vhp hindu

এরই মধ্যে আয়েশা ও রবি পৌঁছে যান দিল্লি। সেখানে প্রথমে আয়েশা নিজের ধর্ম পরিবর্তন করে। আয়েশা থেকে হয়ে যাব আশা। তারপর আর্য সমাজে সম্পূর্ণ বৈদিক মতে দুজনে বিবাহ সম্পন্ন করেন।

এরপর ফরিদাবাদ থেকে একটি ভিডিও তৈরি করে পাঠায় তাঁরা। সেই ভিডিওতে আশাকে বেশ খুশি লাগছে। তিনি ভিডিওতে বলেন, ‘রবির সঙ্গে আমার সম্পর্ক ৪ বছরের। রবির বাড়ির লোক ওর বিয়ে অন্য কোথাও ঠিক করেছিল।’ এরপরই তাঁরা সিদ্ধান্ত নেন বাড়ি ছেড়ে বেরিয়ে আসার। আশা বলেন,’আমি রবিকে বিয়ে করেছি। এখন থেকে ওর সঙ্গেই থাকবো।’

ভিডিওতে আশার বক্তব্যকে সমর্থন করেন রবিও। আশা ও রবির বিয়েতে সাহায্য করে হিন্দু সংগঠন। ওই হিন্দু সংগঠনের কর্মী বিট্টু বজরঙ্গি জানান এই বিয়েতে তাঁরা সকলেই খুশি। তিনি আশা করেন, পুলিস প্রশাসন তাঁদের আর কোনও রকম ঝামেলা করবে না।

Sudipto

সম্পর্কিত খবর