নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি বিক্ষোভের জেরে ভাঙচুরের দায় নিল মুসলিমরা, 6 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিল সরকারকে

বাংলা হান্ট ডেস্ক : এনআরসি ও নাগরিকতা সংশোধনী আইনের প্রতিবাদে যে ভাবে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় ভাঙচুর বিক্ষোভ অবস্থান আন্দোলন চলছে তাতে কোটি কোটি টাকা সরকারের ক্ষতি হয়েছে। এমনিতেই বেশ কয়েকটি বাস জ্বালিয়ে দেওয়া হয়েছে, এ ছাড়াও রাস্তাঘাটে আগুন ধরানো এবং ট্রেনের কামরায় আগুন জ্বালিয়ে দেওয়া বা রেল স্টেশনে ভাঙচুর এসব নিয়েও বহুত ক্ষয় ক্ষতির মুখে পড়তে হয়েছে সরকারকে।

উত্তরপ্রদেশ দিল্লি পশ্চিমবঙ্গ অসম ত্রিপুরা মেঘালয় সহ অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে যেভাবে অশান্তির আঁচ ছড়িয়ে পড়েছে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। এমনিতে সরকারি সম্পত্তি নষ্ট না করার নির্দেশ দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে কিন্তু তা সত্ত্বেও সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিক্ষোভ ছড়িয়েছে অনেক দূর কিন্তু এই ভাঙচুরের দায় এ বার নিজেদের কাঁধে নিয়ে নজির গড়ল মুসলিম সম্প্রদায়ের লোকেরা।jpg 28

তাই তো উত্তরপ্রদেশের বুলন্দশহরে শুক্রবার সরকারি ক্ষতিপূরণ বাবদ ছয় লক্ষ সাতাশ হাজার পাঁচশো সাত টাকার ডিমান্ড ড্রাফ্ট তুলে দিলেন মুসলিম সম্প্রদায়ের লোকজনরা। সেখানেই শুক্রবার নামাজ পড়ার জন্য একটি মসজিদে জড়ো হয়েছিলেন অনেক মানুষ তাই অশান্তির আঁচ যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য আগে থেকে অটো ছোট ব্যবস্থা নেওয়া হয়েছিল কিন্তু সেখানে দেখা গেল অন্য চিত্র, জেলাশাসক রবীন্দ্র কুমার ও সিনিয়র পুলিশ সুপার সন্তোষ কুমারের হাতে এই ক্ষতিপূরণের ডিমান্ড ড্রাফ্ট তুলে দিলেন কয়েকজন সাধারণ মানুষ।

আসলে বুলন্দ শহরে গত শুক্রবার যেভাবে বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে মানুষের ট্যাক্সের টাকায় আর তা তাদেরই ক্ষতি বুঝতে পেরে মুসলিমরা তাদের হাতে টাকা তুলে দিয়েছে এমনটাই বললেন জেলাশাসক রবীন্দ্র কুমার।

সম্পর্কিত খবর