রাজীব মুখার্জী, হাওড়া
মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও কেন তিনি হিন্দুদের হনুমান চালিশাতে অংশগ্রহণ করেছেন তা নিয়ে প্রশ্ন তুলে হুমকি দেওয়া হল ইশরাত জাহানকে। দেওয়া হয়েছে অবিলম্বে ঘর খালি করার ‘নির্দেশ’। ইশরাতের কথায়, আজ তিনি ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার সময় দেখেন বাড়ির সামনে জমায়েত হয়েছেন তার কিছু আত্মীয় এবং স্থানীয় কিছু মানুষ। কেন এই জমায়েত, তা জিজ্ঞাসা করায় তাকে বলা হয়, তিনি মুসলিম সম্প্রদায়ভুক্ত হয়ে হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে ভুল করেছেন। পাল্টা ইশরাত জানান, তাদের ধর্মীয় অনুষ্ঠানেও অংশ নেন বহু হিন্দুরা। ফলে তিনি গিয়ে কোনও ভুল করেননি।
যদিও তার যুক্তি মানা হয়নি বলেই দাবি তার। পাশাপাশি তিনি আরও জানান, তার উত্তর পাওয়ার পরই তাকে ঘর ছেড়ে দেওয়ার ফতোয়া দেওয়া হয়। এমনকি মারধরের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।
কারণ হিসেবে বলা হয় তিনি হনুমান চালিশায় অনুষ্ঠানে যোগ দিয়ে সম্মানহানি করেছেন পিলখানার মহিলাদের। হিজাব পরে কেন তিনি গিয়েছেন তা নিয়েও প্রশ্ন তোলা হয়। তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করলেন ইশরাত জাহান।