অযোধ্যা মামলা : রামলালার মূর্তি দেবতার মর্যাদা পেতে পারে না, এই দাবিতে শীর্ষ আদালতের রায়কে চ্যালেঞ্জ মুসলিম ল বোর্ডের

বাংলা হান্ট ডেস্ক : অযোধ্য়া মামলার রায় দানের একমাসের মধ্য়ে দেশের শীর্ষ আদালতের রায়কে চ্য়ালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টেই রিভিউ পিটিশন দায়ের করছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। আগামী সপ্তাহেই এই রিভিউ পিটিশনের জন্য় আবেদন করার কথা।রায়ের বেশ কয়েকটি দিককে খুঁটিয়ে দেখে সেই বিষয় গুলি নিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থা হবে মুসলিম ল বোর্ড, এমনটাই জানালেন বোর্ডের আইনজীবি জিলানি।

যেহেতু আদালতের রায়ে ১৯৪৯ এর প্রায় একশো বছর আগেও অযোধ্য়ার য়েখানে রামলালাবিরাজমানের মূর্তি বসানোর আগে সেখানে নমাজ পড়া হতো, তা স্বীকার করা হয়েছে তাই রামলালার মূর্তি য়খন বেআইনি ভাবে বসানো হয়েছে তাহলে কিভাবে রাম মূর্তির কিভাবে দেবতার মর্যাদা পেতে পারে। একইসঙ্গে জিলানি আরও দাবি করেন প্রতিষ্ঠা না হলে মূর্তিতে প্রাণ থাকে নাAIMPLB

একইসঙ্গে তিনি আরও দাবি করেন হিন্দু রীতি অনুযায়ী জোর করে কোন স্থান দখল করা যায় না। আর এই ইস্যু গুলিকে কেন্দ্র করেই আদালতে আবারও দ্বার্সথ হচ্ছে মুসলিম ল বোর্ড। উল্লেখ্য, ৯ নভেম্বর তারিখে ঐতিহাসিক অযোধ্য়া মামলার রায়ে অযোধ্য়ার বিতর্কিত জমিতে মন্দির নির্মানের রায় দেওয়া হয়।

একইসঙ্গে মুসলিমদের জন্য় বিকল্প জমিও দেওয়া হয়। আদালতের রায়ে একেবারেই সন্তুষ্ট নয় সুন্নি ওয়াকফ বোর্ড। যদিও তারা আদালতে রিভিউ পিটিশন দায়ের করবে না। কিন্তু সুন্নি ওয়াকফ বোর্ড কিছু না করলেও মুসলিম ল বোর্ড মোটেই বিষয়টিকে লঘু করে দেখতে নারাজ।

সম্পর্কিত খবর