ইউনিফর্ম সিভিল কোডকে অসাংবিধানিক আখ্যা মুসলিম পার্সোনাল ল বোর্ডের

বাংলাহান্ট ডেস্ক : দেশে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করার জন্য প্রস্তুতি নিচ্ছে বিজেপি সরকার। তার মধ্যেই এবার এই সিভিল কোডের বিরোধীতা করে বড়সড় দাবি তুলল মুসলিম পার্সোনাল ল বোর্ড। এর বিরোধিতা করে ইউনিফর্ম সিভিল কোডকে সংবিধান এবং সংখ্যালঘু বিরোধী বলে দাবি করেছে তারা। একই সঙ্গে মুসলিম পার্সোনাল ল বোর্ডের আরও অভিযোগ ক্রমবর্ধমান বেকারত্ব, মূল্যবৃদ্ধি, ভেঙে পড়া অর্থনীতি থেকে জনগনের দৃষ্টি সরাতেই এই সমস্ত পদ্ধতির আগ্রয় নিচ্ছে বিজেপি সরকার।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি এই নতুন সিভিল কোড কার্যকর করার ইচ্ছা প্রকাশ করেছে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারও। কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক হযরত মাওলানা সাইফুল্লাহ রহমানি এক বিবৃতি দিয়ে তীব্র বিরোধিতা করেছেন এই সিভিল কোডের। তিনি বলেন, ‘ভারতের সংবিধানে দেশের প্রতিটি নাগরিককে তার ধর্মের ভিত্তিতে বসবাসের স্বাধীনতা দেওয়া হয়েছে। এটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত।’

রহমানি আরও বলেন, ‘সংবিধানে সংখ্যালঘু ও উপজাতীয় জাতিদের ইচ্ছা ও ঐতিহ্য অনুযায়ী বিভিন্ন ব্যক্তিগত আইন করার অনুমতি দেওয়া হয়েছে। এটি সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘুদের মধ্যে পারস্পরিক ঐক্য ও পারস্পরিক আস্থা বজায় রাখতে সাহায্য করে।’

শুধু তাই নয়, মুসলিম পার্সোনাল ল বোর্ড তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং কেন্দ্রীয় সরকার দ্বারা ইউনিফর্ম সিভিল কোড প্রয়োগ মূদ্রাস্ফীতি, বেকারত্ব, পতনশীল অর্থনীতি থেকে দেশের জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা ছাড়া আর কিছুই নয়। ঘৃণা ছড়ানোর চেষ্টা চলছে।’ সরকারের কাছে এই ধরনের কর্ম থেকে বিরত থাকার জন্য আবেদনও জানিয়েছে মুসলিম ল বোর্ড।

উল্লেখ্য, ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানী বিধি হল ভারতীয় নাগরিকদের জন্য এমন একটি আইন যা দেশের সকলের জন্য জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে একই ভাবে প্রযোজ্য হয়। এই বিধি অনুসারে দেশের প্রতিটি মানুষ একই নিয়ম মেনে বিয়ে, বিচ্ছেদ, দত্তক এবং সম্পত্তির উত্তরাধিকার ইত্যাদি করতে পারবে। এই ইউনিফর্ম সিভিল কোড চালু হলে প্রতিটি ধর্মের মানুষকেই মেনে চলতে হবে এক বিধি। হলে কার্যতই মূল্যহীন হয়ে পড়বে শরিয়তি ও মুসলিম পার্সনাল ল। সেই কারণেই এই বিধির বিরোধীতায় সরব হয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর