হিন্দু দেবতা সেজে নিজের বিয়েতে মুসলিম যুবক, অভিযোগের পর বিদেশ পালাতে গিয়ে গ্রেপ্তার যুবক

বাংলাহান্ট ডেস্ক : নিজের বিয়ের অনুষ্ঠানে হিন্দু দেবতার সাজে সেজে গ্রেপ্তার মুসলমান যুবক। ঘটনাটি ঘটেছে কর্ণাটকে। কেরলের কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। অভিযুক্ত ওই যুবকের নাম উমারুল্লাল বশিথ।

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। তাতে একটি মুসলিম বিয়ের অনুষ্ঠানে হিন্দু দেবতার পোষাক পরে নাচানাচি করতে দেখা যায় এক যুবককে। তাঁর মাথায় ছিল সুপারির তৈরি একটি টুপি। গত ৬ জানুয়ারি নিজের বিয়েতে দক্ষিণ ভারতীয় হিন্দু দেবতা কোরাগাজ্জার বেশে সেজেছিলেন তিনি। তুলু নাড়ুতে উপাস্য রূপে পূজিত হন কোরাগাজ্জা। এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে দেশজুড়ে। এই কাজের তীব্র নিন্দা করা হয় হিন্দু এবং মুসলিম উভয় ধর্মীয় সংগঠনগুলির পক্ষ থেকেই। ওঠে বশিথের শাস্তির দাবিও।

এই অভিযোগের ভিত্তিতে কেরলের কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উমারুল্লাল বশিথকে গ্রেপ্তার করে দক্ষিণ কন্নড় জেলা পুলিশ। ঘটনার পর বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক এবং তাঁর পরিবারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ধারা (ধর্মীয় গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা) এবং ২৯৫ (কোনো ধর্মকে অবমাননার জন্য উপাসনালয় অপবিত্র করা) ধারায় মামলা রজু করা হয়েছে। গ্রেপ্তারির আগে অবশ্য একটি ভিডিওতে এই কাজের জন্য ক্ষমা চেয়েছিলেন বশিথ। কিন্তু তাতে ফল হয়নি কিছুই।

ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। কিন্তু সম্প্রতি ধর্মীয় পোষাক এবং ধর্ম নিয়ে বিতর্ক যেন লেগেই রয়েছে ভারতে। আজই কর্ণাটকের একটি কলেজে হিজাব পরে ঢুকতে বাধা দেওয়া হয় ছাত্রীদের। তারপর কলেজের সামনেই বিক্ষোভ দেখিয়ে অবস্থানে বসেন তাঁরা। এই বিষয়টি নিয়ে জল ঘোলা হয় বেশ খানিক। এই নির্দেশিকাকে কটাক্ষ করে ট্যুইট করেন রাহুল গান্ধী। তাঁর এই ট্যুইটের প্রেক্ষিতে অবশ্য একহাত নিয়েছে বিজেপিও।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর