কোয়ারেন্টাইন সেন্টারকে ডিটেনশন ক্যাম্প বলার জন্য গ্রেফতার হলেন আসামের এক বিধায়ক

এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্ত সংখ্যা প্রায় চার হাজারের বেশী। মারা গেছেন বহু। আর এর মধ্যে চলছে লক ডাউন। করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।

অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) বিধায়ক আমিনুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। কারণ তিনি করোনা নিয়ে খারাপ মন্তব্য করেছেন। নাগাঁও থানায় দায়ের করা মামলায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আসলে, বিধায়ক আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে যে মামলায় তিনি কোভিড -১৯ রোগীদের চিকিত্সার জন্য হাসপাতালের (কোয়ারেন্টাইন সেন্টার) রাখা হয়।

IMG 20200407 WA0049

আর এই বিধায়ক জানায় যে তিনি এরকম খারাপ অবস্থা হাসপাতালে দেখেনি। আর এরপরে তাকে গ্রেফতার করা হয়। নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। এখানে যে অডিও ক্লিপ প্রকাশিত হয়েছে সেখানে

অডিও ক্লিপটিতে বিধায়ক একজন ব্যক্তিকে বলে আসছেন যে কোয়ারেনটাইনে সেন্টারে থাকার সুবিধা অন্য শিবিরের চেয়ে ও নিকৃষ্ট।আর এই নিয়ে ইতিমধ্যেই অনে সমস্যা দেখা দিয়েছে। তারপর এখনো অনেকেই অনে বক্তব্য দিচ্ছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।

সম্পর্কিত খবর