দলিতদের মন্দির ভাঙার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করল মুসলিম সংগঠন

বাংলা হান্ট নিউজ ডেস্ক :দিল্লির তুঘলকাবাদে হিন্দু দলিতদের মন্দির ভাঙার প্রতিবাদে অবশেষে পথে নামলেন মুসলিম সংগঠনগুলি৷ দলিত সম্প্রদায়ের পাশে দাঁড়াতে রবিবার গুরু রবি দাসের মন্দির ভেঙে দেওয়ার প্রতিবাদে দিল্লির জামিয়া হামদর্দ থেকেই তুগলক বাদ পর্যন্ত মিছিল করল মুসলিম সম্প্রদায়ের শিয়া ও সুন্নি গোষ্ঠীর সংগঠনগুলি৷যেখানেই নেই ধর্মের ভেদাভেদ, মানুষকে সাহায্যের জন্য মিশে গেছে দুটি আলাদা ধর্মের মানুষ৷ তাই আবার মন্দির গড়ে দিতে হবে এই দাবিতে লড়াইতে নামেন সকলেই৷

এদিনের কর্মসূচির প্রধান উদ্যোক্তা হিসেবে ছিলেন আইনজীবী মেহমুদ প্রচ৷ গোটা দেশে দলিত ও মুসলিম সম্প্রদায় যেভাবে ভয়ঙ্কর সংকটের মধ্যে রয়েছে তাই একসঙ্গে সকলকে রাজনীতি না মেনেই লড়াইয়ে নামার পরামর্শ দিয়েছেন মেহমুদ প্রচ৷ রবিবার মুসলিম সংগঠনের পক্ষ থেকে জানানো হয় গুরু রবিদাসের মূর্তি ইস্যুর বিরুদ্ধে তাঁরা কর্মসূচি গ্রহণ করেছেন তাই শীঘ্রই আবার মন্দির গড়ে দিতে হবে এমনটাই দাবি তাঁদের৷

আগস্ট মাসে গরুর রবিদাসের মন্দিরটি ভেঙে দেওয়া হয় এই মন্দির ভাঙার প্রতিবাদে সরব হয়েছিলেন দলিত সম্প্রদায়, তাই দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করেছিল দলিত সম্প্রদায়৷ প্রয়োজনে রক্তপাত ঘটাতে রাজি এই স্লোগান নিয়েই সেদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছয় শয়ে দলিত সম্প্রদায়ের মানুষ যন্তর মন্তরে বিক্ষোভ হাজির হয়েছিলেন৷ অন্যদিকে, রবিবার গুরুর রবিদাসের মন্দির ইস্যু ছাড়াও ভীম আর্মির নেতা চন্দ্রশেখর আজাদের গ্রেফতারির বিরুদ্ধেও কর্মসূচি গ্রহণ করেছিল মুসলিম সংগঠনগুলি৷


সম্পর্কিত খবর